ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮
ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

ব্রাজিল ও মেক্সিকোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য ঘোষিত ২৪ সদস্যের যুক্তরাষ্ট্র দল থেকে বাদ পড়েছেন তারকা অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিচ। কোচ ডেভ সারাচান রোববার যুক্তরাষ্ট্র দল ঘোষণা করেন যেখানে একমাত্র তারকা হিসেবে অনুপস্থিত রয়েছেন পুলিসিচ।

পেশীর ইনজুরির কারণে বরুসিয়া ডর্টমুন্ডের এ মিডফিল্ডার বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও চারদিন পরে মেক্সিকোর মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

এ সম্পর্কে সারাচান বলেছেন, ‘ব্রাজিল ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচগুলোর জন্য আমাদের পরিকল্পনা আগের মতই থাকবে। বড় দলগুলো বিপক্ষে আমরা যেভাবে নিজেদের সাফল্য পেয়েছি এখানেও সেই চেষ্টাই আমরা করব। আশা করছি তারুণ্য নির্ভর দলটি বড় ম্যাচের মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যা ভবিষ্যতে গোল্ড কাপ, অলিম্পিক ও বিশ্বকাপ বাছাইপর্বে কাজে আসবে।’

যুক্তরাষ্ট্র স্কোয়াড :
গোলরক্ষক : অ্যালেক্স বোনো, এথান হোরভাথ, জ্যাক স্টিফেন
ডিফেন্ডার : জন ব্রুকস, ক্যামেরুন কার্টার-ভিকার্স, এরিক লিচাজ, অ্যারন লং, ম্যাট মিয়াজগা, শাক মুর, টিম পার্কার, এন্টোনি রবিনসন, ডিআন্দ্রে ইয়েলডিন
মিডফিল্ডার : কেলিন আকোস্টা, টাইলার অ্যাডামস, পল আরিয়োলা, জুলিয়ান গ্রিন সেবাস্টিন লেটগেট, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলডান, উইল ট্র্যাপ
ফরোয়ার্ড : টিম ওয়েহ, আরড্রিজা নোভাকোভিচ, ববি উড, গায়াসি জারদেস।



শেয়ার করুন :


আরও পড়ুন

জার্মানির বিপক্ষে ফ্রান্সের দল ঘোষণা

জার্মানির বিপক্ষে ফ্রান্সের দল ঘোষণা

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ রোনালদো

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ রোনালদো

অবশেষে বাল্যকালের স্বপ্ন পূরণ করলেন বোল্ট

অবশেষে বাল্যকালের স্বপ্ন পূরণ করলেন বোল্ট

রিয়ালের হ্যাট্টিক জয়ের দিনে ধাক্কা খেল অ্যাথলেটিকো

রিয়ালের হ্যাট্টিক জয়ের দিনে ধাক্কা খেল অ্যাথলেটিকো