বাবা যেখানে গোলের জন্য হাহাকার করে বেড়াচ্ছেন সেখানে সন্তান ফুটবল মাঠে করলেন চার গোল। ফুটবল বিশ্বের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের কথা বলা হচ্ছে।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের (অ-৯) এক ম্যাচে লুসেন্তোর বিপক্ষে চার গোল করেছেন পুলসিনির হয়ে খেলতে নামা ৮ বছর বয়সী রোনালদো জুনিয়র। আর ওই ম্যাচে ৭-১ গোলে জয় পায় রোনালদো জুনিয়রের দল পুলসিনি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে চলমান মৌসুমে জুভেন্টাসে এসেছেন রোনালদো। সিরি’আ লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে কোন গোলই করতে পারেননি তিনি।
Juventus Pulcini won 7-1 yesterday - Cristiano Ronaldo Jr. scored 4 of those goals on his debut. [TS] pic.twitter.com/AXZWsOPBBr
— Juvefc.com (@juvefcdotcom) September 2, 2018