কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে কানাডা। এ জয়ে কোপা আমেরিকায় প্রথমবার অংশ নিয়েও সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়লো কানাডা। সেমিতে এখন কানাডার প্রতিপক্ষ আর্জেন্টিনা।
কোপার গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই কানাডাকেই আবার সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল মেসিরা।
বাংলাদেশ সময় শনিবার (৬ জুলাই) সকালে টেক্সাসে কানাডা এবং ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে ব্যবধানে জয় পায় কানাডা।
জয় পাওয়া কানাডা অবশ্য ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে গিয়েছিল। জ্যাকব শাফেলবুর্গের গোলে শুরুতেই এগিয়ে যায় কানাডা। এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল তারা। তবে বিরতি থেকে ফিরে সমতায় ফিরে ভেনেজুয়েলা।
ম্যাচের ৬৪তম মিনিটে সালমন রনডনের গোলে সমতায় ফেরে গ্রুপ পর্বে সেরা হয়ে সেমিতে আসা ভেনেজুয়েলা। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এদিকে, সেমিফাইনালে পা রাখার পর এবার ১০ জুলাই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে নামবেন আলফানসো ডেভিসরা। কোয়াটার ফাইনালের পর সেমিতেও কঠিন পরীক্ষা দিতে হবে প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নামা কানাডাকে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল কানাডা। ম্যাচটিতে কিছুটা সময় সমান তালে লড়াই করতে পারলেও কোন গোল আদায় করতে পারেনি।