মেসির বিশ্রামের ম্যাচে মার্তিনেসের জোড়া গোল, গ্রুপ সেরা আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ৩০ জুন ২০২৪
মেসির বিশ্রামের ম্যাচে মার্তিনেসের জোড়া গোল, গ্রুপ সেরা আর্জেন্টিনা

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও পেরুর বিপক্ষে সহজ জয় তুলে নিলো চ্যাম্পিয়নরা। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে খেলবে আর্জেন্টিনা।

চোট পাওয়ায় পেরুর বিপক্ষে লিওনেল মেসিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। মেসি না থাকায় দি মারিয়ার নেতৃত্বে পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে কোপা আমেরিকার শিরোপাধারীরা। দলের এ জয়ে জোড়া গোল করেছেন লাউতারো মার্তিনেস।

রোববার (৩০ জুন) সকালে (বাংলাদেশ সময়) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ-এ’র শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং পেরু। দি মারিয়াদের কাছে হারে গ্রুপ পর্ব থেকেই পেরুকে বিদায় নিতে হয়েছে।

কারণ, একই সময়ে অনুষ্ঠিত আরেক ম্যাচে দুইবারের চ‍্যাম্পিয়ন চিলির সঙ্গে গোলশূন‍্য ড্র করে মোট চার পয়েন্ট অর্জন করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা।

পেরুর বিপক্ষে শুরু থেকে বল নিয়ন্ত্রণে আধিপত্য করলেও গোল করতে পারছিল না আর্জেন্টিনা। যেখানে পেরুর জালে ম্যাচের ২৬তম মিনিটে প্রথম শট নিতে পারে আর্জেন্টিনা। এরপর আরও কয়েকটি শট নিলেও থাকতে হয় গোল বঞ্চিত। ফলে গোল শূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে অবশ্য গোল পেতে দেরি হয়নি চ্যাম্পিয়নদের। ম্যাচের ৪৭তম মিনিটে দি মারিয়ার কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে সামনে গিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন মার্তিনেস। এর মধ্য দিয়ে আসরে টানা তিন ম‍্যাচে গোলের দেখা পান তিনি।

দলকে এগিয়ে দেওয়ার পর জয়সূচক দ্বিতীয় গোলটিও আসে মার্তিনেসের পা থেকে। ম্যাচের ৮৬তম মিনিটে অনেকটা ঠাণ্ডা মাথায় জাল জড়ান তিনি। তবে এর আগে ৭২ এবং ৮৪তম মিনিটে আরও দুটো সুযোগ নষ্ট করেছেন মার্তিনেস।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য নিজেদের জালেও বল জড়ানোর শঙ্কা জেগেছিল। হার নিশ্চিত জেনেও আক্রমণাত্মক ফুটবল খেলা পেরু ম্যাচের ৮৯তম মিনিটে গোলের দেখা পাওয়ার দারুণ সুযোগ মিস করেছে পেরু।

হোসে রিভেরার ক্রস ফ্রাঙ্কো সেনেলাতোর হেড করলে পোস্টে লেগে বাইরে বেরিয়ে গেলে হতাশ হতে হয় পেরুকে। তবে অল্পের জন্য বেঁচে যাওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেই মাঠ ছাড়তে পারে।



শেয়ার করুন :