উয়েফার সেরা তিনে রোনালদো-মদ্রিচ-সালাহ, নেই মেসি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ২২ আগস্ট ২০১৮
উয়েফার সেরা তিনে রোনালদো-মদ্রিচ-সালাহ, নেই মেসি!

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশগ্রহণকারী ৮০টি ক্লাবের কোচের পাশাপাশি ৫৫ জন অভিজ্ঞ সাংবাদিকদের ভোটে সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করা হয়েছে।

উয়েফা বর্ষসেরার তালিকার সেরা তিনে স্থান পেয়েছেন গেল দুবারের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা মোহাম্মাদ সালাহ ও বিশ্বকাপের ফাইনালে উঠে চমক দেয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক লুকা মদ্রিচ। জায়গা পাননি বিশ্বের সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসি!

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশগ্রহণকারী ৮০টি ক্লাবের কোচের পাশাপাশি ৫৫ জন অভিজ্ঞ সাংবাদিকদের ভোটে সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা রোনালদো ও মদ্রিচ দুজনের জন্যই থাকছে সমান সুযোগ। একদিকে রোনালদো লাগাতার ৬ বার এই টুর্নামেন্টের সেরা গোলদাতা তো অন্যদিকে রাশিয়া বিশ্বকাপে ৩২ বছর বয়সী ক্রোয়েট অধিনায়ক জিতেছেন গোল্ডেন বল।

তবে গত মৌসুমে অভিষেকেই লিভারপুলের হয়ে অবিশ্বাস্য খেলে আলোচনার তুঙ্গে এসেছিলেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একরকম একাই দলকে নিয়ে গেছেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ক্লাবের হয়ে ৪৪ গোল করেছেন মিশরীয় এ ফরোয়ার্ড।

আতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগে দূর্দান্ত পারফরম্যান্স আর দেশকে বিশ্বকাপ জেতানো ফ্রেঞ্চ ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান এই তালিকার ৪র্থ অবস্থানে।

বার্সেলোনাকে গত মৌসুমে ‘লা লিগা’ আর ‘কোপা দেল রে’র শিরোপা জেতালেও বিশ্বকাপে অনেকটাই নিষ্প্রাণ ছিলেন লিটল ম্যাজিশিয়ান। তবুও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে দেয়া এই খেতাবে মেসির নাম তালিকার পাঁচে থাকাটা অনেককেই অবাক করেছে।

সেরা দশের বাকিরা হলেন যথাক্রমে কিলিয়ান এমবাপে, কেভিন ডে ব্রুইনে, রাফায়েল ভ্যারেন, এডেন হ্যাজার্ড এবং সার্জিও রামোস।

আগামী ৩০ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের ‘ড্র’ অনুষ্ঠানে উয়েফা বর্ষসেরার পুরস্কারটি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে।



শেয়ার করুন :