অভিষেকে গোলহীন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০১৮
অভিষেকে গোলহীন রোনালদো

ইতালির ক্লাব জুভেন্টাসে অভিষেক হয়ে গেছে রোনালদোর। নুতন ক্লাবে পর্তুগিজ যুবরাজ কেমন করেন সে দিকে চোখ ছিল ফুটবল প্রেমিদের। কিন্তু রোনালদো তাদের আশা মেটাতে পারেননি। গোল করার সুযোগ পেয়েছেন। তবে মিস করেছেন তিনি।

জুভেন্টাস কোচ ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রি মনে করেন, রোনালদো ভালোই খেলেছেন। রোনালদো গোল মিস করলেও ম্যাচ শেষে সে হাঁসছিল। কারণ জুভেন্টাস ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। চিয়েভোর বিপক্ষে রোনালদো গোলের লক্ষ্যে মোট সাতটি শট নেন। কিন্তু তার একটিও গোল হয়নি। অভিষেক ম্যাচে রোনালদোর গোল না পাওয়ায় চিন্তিত নন তাদের কোচ।

আলেগ্রি বলেন, 'আমি খুব দুঃখিত তার গোল না পাওয়ার জন্য। তবে রোনালদো ম্যাচে ভালো খেলেছে। আমরা জুভেন্টাসে মোটে সাতদিন একত্রে কাজ করেছি। রোনালদোকে বল দেওয়ার আগে তাকে ভালো করে চিনতে হবে, জানতে হবে। সে চিয়েভোর বিপক্ষে ভালো খেলেছে। কিন্তু তাদের গোলরক্ষক দারুণ কিছু সেভ করেছেন।'

জুভেন্টাস শেষ সময়ের এক গোলে এবং তার আগে চিয়েভোর দেওয়া আত্মঘাতি গোলে ৩-২ ব্যবধানে জয় পায়। এর মধ্যে কোন গোল নেই রোনালদোর নামের পাশে। জুভেন্টাসের হয়ে খেলা সহজ নয় জানিয়ে জুভ কোচ বলেন, 'আমরা জানি, এখানে খেলা সহজ নয়। বিশেষ করে এই গরমে। সে জন্য ৯০ মিনিটই আপনাকে নিজের প্রমাণ দিয়ে যেতে হবে।'

ইতালির জেনোভা সেতু ধসে যাওয়ায় অনেক লোক মারা যান। আর সে জন্য ইতালিতে এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। ওই শোকের দিনে মাঠে নামতে হয়েছে জুভেন্টাসের। খেলা শুরুর আগে দুই দল এক মিনিটের নিরবতা পালন করে খেলা শুরু করে।

জুভেন্টাস কোচ বলেন, 'দূভাগ্যবশত আমাদের শোকের দিন খেলতে হলো। আমাদের ছেলেরা ভালো খেলেছে। চিয়েভো ভালো রক্ষণ সামলেছে। তারা ভালো মতো তাদের কাজটা করেছে এবং সুযোগটা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে আমাদের ওমন একটা জয় দরকার ছিল।'


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিটির অনুশীলনে হাঁটুর ইনজুরিতে ডি ব্রুয়েনে

সিটির অনুশীলনে হাঁটুর ইনজুরিতে ডি ব্রুয়েনে

ফিফার শীর্ষ দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

ফিফার শীর্ষ দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রোয়েশিয়ার গোলরক্ষকও বিদায় বললেন

ক্রোয়েশিয়ার গোলরক্ষকও বিদায় বললেন