সৌদিতে এবার মুখোমুখি মেসি-রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩
সৌদিতে এবার মুখোমুখি মেসি-রোনালদো

পর্তুগাল তারকা কিস্টিয়ানো রোনালদোরপথ ধরে সৌদি আরবে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে যান আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ফুটবল বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়া এই দুই তারকা আবারও মুখোমুখি হচ্ছেন। তবে দল খেললেও ইনজুরির কারণে মাঠের খেলা থেকে বঞ্চিত হচ্ছেন ব্রাজিল তারকা নেইমার।

নতুন বছরের ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি এবং রোনালদোর আল নাসের। দীর্ঘদিন পর ওই ম্যাচে মাঠের মুখোমুখি লড়াইয়ে দেখা মিলবে মেসি-রোনালদোর। ম্যাচটি সম্পর্কে মেসির ক্লাব ইন্টার নিয়ামি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ১ ফেব্রুয়ারি ইন্টার মিয়ামি প্রি-সিজনে আল-হিলাল এসএফসি এবং আল নাসর এফসির মুখোমুখি হবে। যেখানে মেসি এবং রোনালদোকে আবারও মুখোমুখি দেখতে পাবে ফুটবল প্রেমিরা।

বিবৃতিতে বলা হয়, মেসির ক্লাব ইন্টার নিয়ামির এটাই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক সফর। রিয়াদ সিজন কাপ-২০২৪ অংশ নিতে প্রথমবারের মতো সৌদি আরব ভ্রমণে দলটি (ইন্টার মিয়ামি) রাউন্ড-রবিন ফরম্যাটে সৌদি আরবে দুটি ম্যাচ খেলবে। দুটি ম্যাচের প্রতিপক্ষ হলো- সৌদি পাওয়ারহাউস আল-হিলাল এসএফসি এবং আল নাসর এফসি।

ইন্টার মিয়ামির এ সফরে রোনালদো ছাড়াও সাবেক সতীর্থ নেইমারের বিপক্ষেও খেলার সুযোগ ছিল। তবে দল খেললেও ইনজুরির কারণে খেলতে পারছেন না নেইমার। মূলত রোনালদোর বিপক্ষে মাঠে নামার আগেই নেইমারের ক্লাব আল-হিলালের মুখোমুখি হবে মিয়ামি। ২৯ জানুয়ারি আল-হিলালের বিপক্ষে খেলার পর ১ ফেব্রুয়ারি রোনালদোদের মোকাবেলা করবে মেসিরা।

ম্যাচ দুটি নিয়ে ইন্টার মিয়ামি সিএফ চিফ বিজনেস অফিসার জেভিয়ার এসেনসি বলেছেন, “এটি পাগল ভক্তদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করার আরেকটি বড় সুযোগ। আমরা সৌদি আরবে নতুন সমর্থকদের সাথে সংযোগ তৈরি করতে পেরে উচ্ছ্বসিত। আশা করি সারা বিশ্বের মানুষ এই ধরনের স্বপ্নের ম্যাচ দেখার জন্য বসে থাকবে।”



শেয়ার করুন :