ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮
ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ফাইল ফটো

দুর্দান্ত, অপ্রতিরোধ্য। বাংলাদেশের মেয়েদের আটকানোর কারো সাধ্য নেই। সাফ অনুর্ধ্ব ১৫ ফুটবলে একের পর এক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে তারা। পাকিস্তানকে ১৪ গোলের পর নেপালের জালে ৩ গোল, এবার স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার মেসিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমে খেলার ১৭ মিনিটের গোল করে বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় ভুটান। ৩-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের েএকের পর এক আক্রমণে ভুটানের সবাই রক্ষণাত্মক হলেও শেষ রক্ষা হয়নি। ভুটানের জালে ঠিকই আরও দুটি গোল করে বাংলাদেশ।

বাংলাদেশের বিরুদ্ধে স্বাগতিক ভুটানের কিশোরীরা কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারিনি। পুরো সময় জুড়ে আধিপত্য বিস্তার করে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে একটি গোল হজম না করে অপ্রতিরোধ্যভাবে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখলো বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে এবারও বাংলাদেশের সামনে সেই ভারতের কিশোরীরা। যাদেরকে গত বছর ডিসেম্বরে ঢাকা ১-০ গোলে হায়িয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশ। আগামী শনিবার তাদের মুখোমুখি হবে বাংলার কিশোরীরা।

টুর্নামেন্টের অপর সেমি ফাইনালে আজকের দিনের প্রথম খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে ১৪ গোলে হারালো বাংলাদেশ

পাকিস্তানকে ১৪ গোলে হারালো বাংলাদেশ

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

রক্ষণভাগের দুর্বলতায় জয় পেল না বাংলাদেশ

রক্ষণভাগের দুর্বলতায় জয় পেল না বাংলাদেশ

রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাথলেটিকো

রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাথলেটিকো