আর্জেন্টিনাকে নিয়ে মেসির এমন সিদ্ধান্ত কেন?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০১৮
আর্জেন্টিনাকে নিয়ে মেসির এমন সিদ্ধান্ত কেন?

ফাইল ফটো

গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে সেপ্টেম্বরের দু’টি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে যোগ দিচ্ছেন না লিওনেল মেসি। আরেকটি সূত্র জানিয়েছে চলতি বছর আর আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবে না এ সুপারস্টার। তবে এর কারণ কী?

দেশটির বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে, বার্সেলোনার এ তারকা আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনিকে যুক্তরাষ্ট্রের আসন্ন দু’টি প্রীতি ম্যাচে না খেলার বিষয়টি জানিয়ে দিয়েছেন। পুনরায় কবে আবারও জাতীয় দলে ফিরবেন এ সম্পর্কেও নিশ্চিত করে কিছু বলেননি।

আরও পড়ুন> শিরোপা জয়ে নতুন যাত্রা শুরু করলেন মেসি

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে ৩১ বছর বয়সী মেসি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর্জেন্টিনার বিদায়ে দ্বিতীয়বারের মত মেসির অবসর নিয়েও গুঞ্জন উঠেছিল। তবে তিনি অবসরে কোন তথ্য জানাননি।

অন্যদিকে বিশ্বকাপের ব্যর্থতায় কোচের পদ থেকে জর্জ সাম্পাওলিকে সড়িয়ে স্কালোনিকে অস্থায়ী দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন> বার্সেলোনার নেতৃত্ব পেলেন মেসি

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজিত হবার পরে মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন। যদিও দুই মাস পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও জাতীয় দলে ফিরে আসেন মেসি।

এদিকে গত রোববার স্প্যানিশ সুপারকাপে জয়ের মাধ্যমে বার্সেলোনার অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন আর্জেন্টাইন এ তারকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা জয়ে নতুন যাত্রা শুরু করলেন মেসি

শিরোপা জয়ে নতুন যাত্রা শুরু করলেন মেসি

বার্সেলোনার নেতৃত্ব পেলেন মেসি

বার্সেলোনার নেতৃত্ব পেলেন মেসি

বার্সার অনুশীলনে ফিরলেন মেসি

বার্সার অনুশীলনে ফিরলেন মেসি

মেসির আলিঙ্গনে গর্বিত কোচ সাম্পাওলি

মেসির আলিঙ্গনে গর্বিত কোচ সাম্পাওলি