ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর কোচ হিসেবে যোগ দিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক কোচ তিতে। জাতীয় দলের দায়িত্ব ছাড়ার প্রায় এক বছর পর তিতে নতুন দায়িত্ব গ্রহণ করলেন। রিও ডি জেনিরোর ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আর্জেন্টাইন জর্জ সাম্পাওলির বরখাস্তের দুই সপ্তাহের মধ্যে ক্লাবের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন ৬২ বছর বয়সী তিতে। ক্লাবের সহ-সভাপতি মার্কোস ব্রাজ বলেছেন, “আমরা সরাসরি তার সাথে অলোচনা করেছি। বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সমাধান হয়েছে।”
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায়ের পর ডিসেম্বরে ব্রাজিলের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান তিতে। ছয় বছর তিনি সেলেসাওদের কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ৮১ ম্যাচে ব্রাজিল রেকর্ড ৬০টিতে জয়ী হয়। এছাড়া ১৫টি ম্যাচ ড্র হয়েছে, ৬টিতে পরাজিত হয়েছে।
২০১৯ সালে তিতের অধীনে ব্রাজিল কোপা আমেরিকা শিরোপা জয় করেছিল। তবে ২০১৮ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল।
এদিকে, মাত্র পাঁচ মাসের মাথায় সেপ্টেম্বরে সাম্পাওলিকে বরখাস্ত করে ফ্লামেঙ্গো। কোপা লিবারেটিডর্সে শেষ ১৬ থেকে বিদায়ের পর সাবেক মার্সেই কোচ সাম্পওলির বিদায়ও নিশ্চিত হয়ে যায়। এর আগে ব্রাজিলিয়ান কাপের ফাইনালেও ফ্লামেঙ্গো পরাজিত হয়েছিল।
সাতবারের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো ২০২০ সালে সর্বশেষ লিগ শিরোপা জয় করেছে। বর্তমানে ব্রাজিলিয়ান লিগে তারা পঞ্চম স্থানে আছে। টেবিলের শীর্ষে তাকা বোটাফোগোর তুলনায় তারা ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে।