বার্সেলোনার নেতৃত্ব পেলেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ১১ আগস্ট ২০১৮
বার্সেলোনার নেতৃত্ব পেলেন মেসি

নিজ দেশের ফুটবলে অধিনায়কের দায়িত্ব পালন বেশ কযৈক বছর হলো। এবার প্রিয় ক্লাব বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পেলের ফুপবল যাদুকর লিওনেল মেসি। বিষয় আগেই আঁচ করতে পারলেও চূড়ান্ত ঘোষণা এলো আজ। পাকাপাকিভাবে মেসির হাতে আর্মব্যান্ড তুলে দেয়ার ঘোষণা দিয়েছে বার্সা।

গত মে মাসে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার সঙ্গে ২২ বছরের সম্পর্কচ্ছেদ করে পারি জমিয়েছেন জাপানিজ ক্লাব ভিসেল কবেতে। তার এ স্প্যানিয়ার্ড চলে যাওয়ায় বার্সেলোনার নেতৃত্বভার পড়লো এখন লিওনেল মেসির উপর। তবে মেসির দায়িত্ব নেয়াটা বিস্ময় ছড়ানোর মত খবর নয়।

২০০১ সাল থেকে মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক। কাতালান ক্লাবটির হাওয়া বাতাসে আর্জেন্টাইন এ ফুটবলারের বড় হয়ে ওঠা। এ ক্লাবের জার্সিতেই বিশ্ব ফুটবলকে শাসন করা। আর্জেন্টাইন হলেও মেসি যে বার্সেলোনারই ঘরের ছেলে।

এছাড়া ২০১৫ সাল থেকে ক্লাবটির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইনিয়েস্তা না থাকলে তিনি অধিনায়ক হবেন, এটা জানাই ছিল।

মেসি নতুন অধিনায়ক হওয়ার পর তার সহকারী হিসেবে বেছে নেয়া হয়েছে সার্জিও বুসকেটসকে। দলের তৃতীয় ও চতুর্থ অধিনায়ক পদে থাকবেন জেরার্ড পিকে আর সার্জি রবার্তো। এ চার অধিনায়কই বার্সেলোনার যুব প্রকল্প থেকে ওঠে এসেছেন।

২০১১ সালে মেসির হাতে আর্জেন্টিনার দায়িত্ব তুলে দেয়া হয়েছিল। মেসির নেতৃত্বেই ২৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এদিকে অন্য ফুটবলারা ক্লাব পরিবর্তন করলেও ২০০১ সালে বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করা মেসি ক্যারিয়ারের বাকি সময়টা বার্সেলোনাতেই কাটাবেন বলেও মনে করা হচ্ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

উয়েফার সেরা ফরোয়ার্ডে মেসি-রোনালদো-সালাহ

উয়েফার সেরা ফরোয়ার্ডে মেসি-রোনালদো-সালাহ

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে মরিনহোর সতর্কবার্তা

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে মরিনহোর সতর্কবার্তা

সমালোচনার মধ্যে বার্সার অনুশীলনে মিনা

সমালোচনার মধ্যে বার্সার অনুশীলনে মিনা

বর্ণবাদী আচরণে চীনা খেলোয়াড় নিষিদ্ধ

বর্ণবাদী আচরণে চীনা খেলোয়াড় নিষিদ্ধ