আর্জেন্টিনা ক্লাবেও অধিনায়ক জামাল, গোল করে জেতালেন অভিষেক ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৮ আগস্ট ২০২৩
আর্জেন্টিনা ক্লাবেও অধিনায়ক জামাল, গোল করে জেতালেন অভিষেক ম্যাচ

লিওনেল মেসির দেশের ক্লাবের হয়ে বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অভিষেকটা দারুণ হলো। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দ্য মায়োর হয়ে অভিষেক ম্যাচেই জয় পেয়েছেন জামাল। জার্মিনাল দ্য রসনের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে জামালের পা থেকে আসে একটি গোল।

সোল দ্য মায়োর হয়ে রোববার (২৭ আগস্ট) মাঠে নেমেছিলেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় দলের এ অধিনায়ক আর্জেন্টিনার ক্লাবটিতেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন।


sportsmail24
জামাল ভূঁইয়াকে উৎসাহ দিতে মাঠে বাংলাদেশিদের উল্লাস, ছবি: ক্লাব সোল দ্য মায়ো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়েছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ জাতীয় দলের এ ফুটবলার। শেখ রাসেল ক্লাব ছাড়া নিয়ে নানা বিতর্ক থাকলেও মেসির দেশে জামালের অভিষেকটা ভালোই হয়েছে। দলের জয়ে নিজেও গোল করে অবদান রেখেছেন।

ম্যাচের ৩০তম মিনিটে ভালদেবেনিতোর গোলে এগিয়ে যায় জামালের সোল দ্য মায়ো। ফলে ১-০ ব্যবধানে এগিয়েই থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধে ৮১তম মিনিটে পেনাল্টি পায় সোল দ্য মায়ো।

পেনাল্টি থেকে জামাল ভূঁইয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। নিজের অভিষেক ম্যাচে গোল পান তিনি। ২-০ গোলে পিছিয়ে পড়লেও ম্যাচের ৮৭তম মিনিটে ব্যবধান কমায় কমায় জার্মিনাল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

জামালের নেতৃত্বে তিন ম্যাচ পর জয়ে ফিরলো ক্লাব সোল দ্য মায়ো। টোরনিও ফেডারেল ‘এ’ আসরে নিজেদের ২৪ ম্যাচে ৯ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে রয়েছে জামাল ভূঁইয়াদের ক্লাব সোল দ্য মায়ো। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৫ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ওলিম্পো।



শেয়ার করুন :