আফগানিস্তানের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ৪ ও ৭ সেপ্টেম্বর ‘ফিফা উইন্ডো’তে এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারিনায়। ১৪ হাজার দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের এ স্টেডিয়ামে খেলবেন জামাল ভূঁইয়ারা।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এবং বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুশীলন করবে বাংলাদেশ দল।
বাফুফে জানায়, ৪ ও ৭ সেপ্টেম্বর ‘ফিফা উইন্ডো’তে আফগানিস্তান জাতীয় ফুটবল দলের সাথে দু’টি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দু'টি ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত হবে।
ম্যাচ দুটি সামনে রেখে রোববার (২০ আগস্ট) ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন সোমবার (২১ আগস্ট) বিকেলে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ ফুটবল দল।
এ লক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সংশ্লিষ্ট খেলোয়াড়দের রোববার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার মধ্যে প্রয়োজনীয় ক্রীড়া সরজ্জামাদিসহ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে দলের টিম ম্যানেজার মো. আমের খানের নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।
একই সাথে ‘এএফসি চ্যাম্পিয়নশীপ লিগ ২০২৩-২৪’ এ অংশগ্রহণকারীদের ২৫ আগস্ট ও ‘এএফসি কাপ ২০২৩-২৪’ এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের ২৭ আগস্ট রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।