মাইকেল ওলিস ও রোমিও লাভিয়াকে চুক্তিবদ্ধ করতে তহবিল বাড়াতে দলের ছয় খেলোয়াড়কে বিক্রি করতে চায় চেলসি। ইভিনিং স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী ৩৫ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজে ওলিসকে দলে টানতে চায় ব্লুজরা। ক্রিস্ট্যাল প্যালেস থেকে তাকে দলে আনার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে চেলসি।
অবশ্য অনুর্ধ্ব-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ওই ফরাসি তারকা এখনো চিকিৎসাধীন আছেন। অচিরেই তিনি সুস্থ হয়ে উঠবেন আশা করছে চেলসি, সেই সঙ্গে চুক্তিতে নেয়ার বিষয়েও এগিয়েছে উত্তর লন্ডনের ওই জায়ান্টরা।
এদিকে, বিপুল অর্থ ব্যয়ে মইসেস কাইসেদো, ক্রিস্টোফার এনকুকুকে দলে টানার পাশাপাশি লিভারপুলকে হটিয়ে সাউদাম্পটন থেকে লাভিয়াকেও চুক্তিভুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মরিসিও পচেত্তিনোর দল।
তবে এসব খেলোয়াড়দের চুক্তি চূড়ান্ত করার জন্য ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (আর্থিক স্বচ্ছতা) প্রবিধান অনুসরণ করতে হবে চেলসিকে। ওই ভারসাম্য নিশ্চিতের জন্য কনর গালাঘের, ট্রেভো চালোবা, ইয়ান মাতসেন, কালাম হাডসন-ওডোই, রোমেলু লুকাকু এবং হাকিম জিয়েচসহ ছয়জন খেলোয়াড় বিক্রি করতে চায় তারা।
অন্যদিকে, ওয়েস্টহ্যাম ও টটেনহ্যাম হটস্পার্সের আগ্রহ সত্ত্বেও স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে চান গ্যালাঘের।