সৌদি আরব বিশ্বের তারকা ফুটবলাদের নিজেদের ক্লাবগুলোতে যুক্ত করছে। লিওনেল মেসিকে পেতে ব্যর্থ হলেও পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোলানদোর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিল তারকা নেইমার। তবে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমানোর ক্ষেত্রে অর্থের কথা বলা হলেও নেইমার দিলেন ভিন্ন তথ্য। জানালেন, ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখতে চান।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল। মাত্র ৩১ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেন তিনি। নেইমারের আগে অবশ্য এ পথে আরও বেশ কয়েকজন পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম রোলানদো।
আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেইমার। যেখানে ইউরোপ ছেড়ে সৌদিতে যাওয়ার সিদ্ধান্তের কারণ উল্লেখ করেছেন তিনি।
নেইমার বলেন, “ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। তবে আমি সব সময়ই একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লেখার জন্যই সৌদিতে যাচ্ছি। সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়, আর সেখানে অনেক দারুণ ফুটবলাররা খেলছেন।”
Behind the scenes of our new reinforcements #Neymar_Hilali pic.twitter.com/dHeiIQrYcS
— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 15, 2023
এদিকে, নেইমারকে পেয়ে দারুণ খুশি আল হিলাল। নেইমারের সাথে চুক্তি করার পর ক্লাব থেকে বলা হয়, নেইমার বৈশ্বিক তারকা, সে যেখানেই খেলেছে, সেখানেই সমর্থকদের মুখে হাসি এনে দিয়েছে। আমরা তাকে পেয়ে আনন্দিত। আশা করি, সে আমাদের দুর্দান্ত ফুটবল উপহার দিবে।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। তবে ছয় বছরে ক্লাবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। বেশিরভাগ সময় ইনজুরিতে থাকা নেইমার পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচ খেলে গোল করেছেন ১১৮টি।