লিগস ফুটবল কাপের সেমিফাইনালে আগে অনুশীলনে ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অনুশীলন চলাকালীন বল ড্রিল করতে গিয়ে ডান পায়ে ব্যাথা পান মেসি। সেমিতে মেসি খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
দলের অধিনায়ক মেসির ইনজুরি নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই বলে উল্লেখ করেছেন দলের কোচ জেরার্ডো মার্টিনো।
মেসির ইনজুরি নিয়ে তিনি বলেন, “আমি অনুশীলনের একটি পর্বে ছিলাম। পরে আমি মিটিংয়ে গিয়েছিলাম। এ জন্য আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। বড় কিছু হলে খেলোয়াড়েরা এটি নিয়ে চিন্তিত হয়ে পড়তো। যেহেতু সবাই ভালো আছে, ধরে নিতে পারি তেমন কিছুই হয়নি।”
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন সাতবার ব্যালন ডি’অর ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করা মেসি।
বুধবার (১৬ আগস্ট) ভোরে লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে মিয়ামি। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে মেসি খেলতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে।