বার্সেলোনা ছেড়ে এভারটনে যোগ দেয়ার খবর প্রচারিত হলেও বার্সেলোনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন কলম্বিয় ডিফেন্ডার ইয়েরি মিনা। সোমবার ইভান রাকিটিচ, ফিলিপ কুটিনহো এবং লুইস সুয়ারেজের সঙ্গে কাতালানীয় ক্লাবের অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।
বিশ্বকাপের শেষ অবদি অংশগ্রহণকারী এসব তারকার মৌসুম-পূর্ব এ অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি অনুপ্রেরণাও ফিরে পেয়েছে। তবে মিনার বিষয়ে অন্য রকম সংবাদ বেরিয়েছিল গণমাধ্যমে। তাকে এভারটনে বিক্রির বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে রিপোর্ট বেরিয়েছিল। তারপরও তিনি দলীয় অনুশীলনে ফিরে এসেছেন।
গত জানুয়ারিতে ২৩ বছর বয়সি এ সেন্টার ব্যাক ১১.৮ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। তবে ওই মৌসুমে লা লিগার মাত্র ৫টি ম্যাচে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। এভারটনের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভেসের সঙ্গেও তার যোগাযোগ ঘটছে বলে প্রচার রয়েছে।