নতুন ঠিকানায় অভিষেক ম্যাচে বদলি নেমে দলকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। এবার অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার ম্যাচে সেই পুরোনো মেসিকে ফিরে পেল ফুটবল বিশ্ব। নেতা মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। দলের পক্ষে বাকি দুটি গোল করেছেন রবার্ট টেইলর।
মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাতে (বাংলাদেশ সময়) লিগস কাপের ম্যাচে ৮ম মিনিটেই ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর ২২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন সুপারস্টার।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর বিরতিতে যাওয়ার আগে আরও গোল পায় মিয়ামি। বিরতিতে যাওয়া এক মিনিট আগে ৪৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মিয়ামির ফিনিশ ফরোয়ার্ড রবার্ট টেইলর।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩তম মিনিটে মেসির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন টেইলর। ৪-০ গোলে পিছিয়ে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় আটলান্টার। তবে শেষ দিকে গোল ব্যবধান কমানোর সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারে তারা।
ম্যাচের ৮৪তম মিনিটে পেনাল্টি পেয়েছিল আটলান্টা। তবে গোল করতে ব্যর্থ হওয়ায় ৪-০ ব্যবধানেই হার মানতে হয় তাদের। নিজে জোড়া গোল এবং একটি অ্যাসিস্টে ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি।
লিগস কাপে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে মেসির ইন্টার মিয়ামি। গ্রুপের বাকি দুই দল এখনো কোন জয়ের মুখ দেখেনি।