আর্জেন্টিনা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ) মেসিদের মাস্টার হিসেবে ৪০ বছর বয়সী স্কালোনির নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে জানানো হয়, এএফএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে কাজ করছিলেন স্কালোনি। সিনিয়র দলে স্কালোনির সাথে আরো থাকবেন তার বর্তমান সহকারী ও জাতীয় দলের সাবেক সতীর্থ পাবলো আইমার। আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে স্কালোনির।
আরও পড়ুন> মেসিদের সাথে সাম্পাওলির সম্পর্ক শেষ
রাশিয়া বিশ্বকাপের হতাশাজনক পারফরমেন্সের পরে এ ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে। বিশ্বকাপে জর্জ সাম্পাওলির সাথেও ব্যাকরুম স্টাফ হিসেবে কাজ করেছেন স্কালোনি।
ফেডারেশনের সভাপতি ক্লডিও তাপিয়া জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তিনি স্কালোনিকে এ দায়িত্বে দেখতে চান।
বিশ্বকাপের হতাশাজনক পারফরমেন্সের কারণে আর্জেন্টিনা দলের প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন জর্জ সাম্পাওলি। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) সে সময়ই জানিয়ে দিয়েছিল এর ফলে মেসিদের সাথে তার সম্পর্কের ইতি ঘটলো।