নারী বিশ্বকাপ : হাড্ডাহাড্ডি লড়াইয়ে নরওয়কে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২০ জুলাই ২০২৩
নারী বিশ্বকাপ : হাড্ডাহাড্ডি লড়াইয়ে নরওয়কে হারালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে বন্দুকধারীদের হামলার মাঝেই শুরু হলো নারী ফুটবল বিশ্বকাপ। আসরের উদ্বোধনী ম্যাচে নরওয়েকে হারিয়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিক মেয়েরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ‘এ’ গ্রুপে থাকা স্বাগতিক নিউজিল্যান্ড এবং নরওয়ের ম্যাচ দিয়ে শুরু হয় ফিফা নারী ফুটবল বিশ্বকাপ। এর আগে সকালে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে ঘটে বন্দুক হামলা। ওই ঘটনায় হামলাকারীসহ তিনজন নিহত হয়ে, আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটের দিকে অকল্যান্ডের ব্যবসায়িক এলাকায় একটি নির্মাণ স্থাপনায় এ হতাহতের ঘটনা ঘটে।

আকস্মিক এ ঘটনায় নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো ভীত হয়ে পড়লেও তারা নিরাপদে আছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করা হয়েছে। এমন ঘটনার মধ্য দিয়ে অকল্যান্ডের ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় নারী বিশ্বকাপের সবচেয়ে বড় আসর।

sportsmail24

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে প্রথামর্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে বিরতিতে থেকে ফিরেই এগিয়ে যায় স্বাগতিক মেয়েরা। ম্যাচের ৪৮তম মিনিটে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন হান্না উইলকিনসন। ৩১ বছর বয়সী এ ফুটবলারের গোলটেই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে জয় এনে দেয়।

ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও আর কোন দল গোল দিতে পারেনি। ফলে ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে নারী বিশ্বকাপে ২০২৩ আসরের স্বাগতিকরা।

ম্যাচটিতে ৫১ শতাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষ জালে ১৩টি শট নিয়েছিল নিউজিল্যান্ড, যার মধ্যে ২টি টার্গেট শট ছিল। বিপরীতে ৪৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে নিউজিল্যান্ডের বারে নরওয়ে ১২টি শট নিয়েছিল। যার মধ্যে সমান ২টি শট টার্গেট থাকলেও কোনটিতে সফল হতে পারেনি।



শেয়ার করুন :