অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০ জুলাই শুরু হয়ে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আসন্ন এ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ফুটবল প্রদর্শন করলো আর্জেন্টিনার নারী ফুটবল দল। নিজেদের মাঠে পেরুর বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দেশের নারী ফুটবলাররা।
শনিবার (১৫ জুলাই) আর্জেন্টিনার সান নিকোলাস স্টেডিয়ামে পেরুর মেয়েদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে পেরুর বিপক্ষে একটি করে গোল করেন মারিয়ানা ল্যারোকুয়েট, এস্তেফানিয়া বানিনি, ইয়ামিলা রদ্রিগেজ এবং ক্যামিলা গোমেজ আরেস।
ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মারিয়ানা ল্যারোকুয়েটের গোলে প্রথম লিড নেয় আলবিসেলেস্তেরা। এরপর বিরতির ঠিক আগে ৪৩তম মিনিটে ব্যবধান দিগুণ করেন এস্তেফানিয়া বানিনি। ফলে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর পেরুর মেয়েদের উপর আরও চাপ তৈরি করে আর্জেন্টিনার মেয়েরা। ম্যাচের ৬১তম মিনিটে ইয়ামিলার গোলে ৩-০ তে এগিয়ে যায় তারা। শেষ দিকে ম্যাচের অতিরিক্ত মিনিটে ক্যামিলার গোলে লি পূর্ণ করে আর্জেন্টিনার মেয়েরা।
ম্যাচের পুরো সময়ের মধ্যে ৭২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেলেছে আর্জেন্টিনার মেয়েরা। এ সময়ের মধ্যে পেরুর জালে ২৩বার শট নিয়েছিল, যেখানে টার্গেট শটের সংখ্যা ১১টি। বাকি ২৭ শতাংশ সময় বল পাওয়া পেরুর মেয়েরা মাত্র চারটি শট নিতে পেরেছিল, যার মধ্যে একটিও টার্গেট শট ছিল না।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপের হয়ে খেলবে আর্জেন্টিনা নারী দল। গ্রুপে তাদের প্রতিপক্ষ রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ২০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট শেষ হবে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ।