বার্সেলোনা লা লিগার শীর্ষে। চ্যাম্পিয়নস লিগেও শীর্ষে থেকে নকআউট পর্বে যাচ্ছে তারা। তবু বার্সেলোনা সমর্থকদের দুশ্চিন্তা। কারণ, দলের প্রাণভোমরা লিওনেল মেসি। অবশেষে সে চিন্তা দূর করণে মেসি নিজেই। মেসি বার্সেলোনা ঘোষণা দিয়েছে, ২০২১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকছেন তিনি।
২০১৮ সালের জুনেই চুক্তি শেষ মেসির। বারবার তাগাদা দিয়েও চুক্তিতে সই করছিলেন না মেসি, এ প্রসঙ্গে তার নীরবতা অন্য ইঙ্গিত দিচ্ছিল। ম্যানচেস্টার সিটিও টাকার থলে নিয়ে বসে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোও তাকে পেলে নেয়ার অপেক্ষা করতো না। তবে সবাইকে তিনি জানিয়ে দিলেন, কোথাও যাচ্ছেন না।
এদিকে শুধু নতুন চুক্তিই করেনি মেসি। তাকে অন্য কোন দল যাতে টানতে না পারে, সে ব্যবস্থাও করে রেখেছে ক্লাব বার্সেলোনা।
নতুন করে চুক্তির আগে মেসির রিলিজ ক্লজ ছিল ৩০০ মিলিয়ন ইউরো। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে পিএসজি টেনে নেওয়ার পর ৩০০ মিলিয়নেও সন্তুষ্ট হতে পারেনি বার্সা। ২০২১ সালের ৩০ জুনের আগ পর্যন্ত মেসিকে কেউ বার্সার অনুমতি ছাড়া কিনতে চাইলে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।