ব্রাজিলীয় তারকা উইলিয়ানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন চেলসি কোচ মরিজিও সারি। স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতে বিলম্ব করায় এ তারকা স্ট্রাইকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে যোগদানের বিষয়ে আলোচনা চলছে উইলিয়ানের। চেলসিতে ব্রাজিলের এ আন্তর্জাতিক তারকার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে যায় যখন তিনি চেলসির মৌসুম-পূর্ব অনুশীলনে সময় মতো যোগদানে ব্যর্থ হন।
পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবার কারণে উইলিয়ানের লন্ডনে ফিরতে বিলম্ব হয়েছে বলে জানা গেলেও ওই পরিস্থিতির অন্তরালে ‘অন্য কিছুর’ গন্ধ পাচ্ছেন সারি। বুধবার ডাবলিনে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে আর্সেনালের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে যাবার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই প্রশ্নের জবাবের জন্য আমি প্রথমে তার সঙ্গে কথা বলব। আমি তার সঙ্গে কথা বলতে চাই। এমন পরিস্থিতিতে আমি মোটেও খুশি নই। তাই আমি তার সঙ্গে কথা বলতে চাই।’
চেলসি ছাড়তে চাওয়া খেলোয়াড় উইলিয়ান একা নন। সতীর্থ এডেন হ্যাজার্ড এবং থিবো কোর্তোয়াও চেলসি ছাড়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ওই দুইজনের প্রতিও আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ওই তিন ফুটবলারের বিষয়ে সর্বশেষ কোন তথ্য আছে কি-না জানতে চাইলে জবাবে সারি বলেন, ‘এই মুহূর্তে কোন খবর নেই। কারণ, আগামী শনিবার তাদের সঙ্গে আমার প্রথম দেখা হবে। এ মুহূর্তের পরিস্থিতি কী আমি জানি না। আমার কাছে কোন খবর নেই। আমরা শীর্ষ খেলোয়াড়দের বিষয়ে কথাবার্তা বলছি। প্রতিটি ক্লাবই চায় তাদের শীর্ষ তারকাদের রেখে দিতে। আমরাও সেই চেষ্টাই করব।’