রোনালদো ছাড়াও রিয়াল যথেষ্ট ভালো দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ পিএম, ০২ আগস্ট ২০১৮
রোনালদো ছাড়াও রিয়াল যথেষ্ট ভালো দল

ফাইল ফটো

১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চ্ছেদ করে জুভেন্টাসে যোগ দিয়েছেন দলটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জয় করা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদোর অনুপস্থিতিতেও রিয়াল মাদ্রিদকে হারানো বেশ কঠিন হবে বলে মনে করেন বার্সেলোনা গোলরক্ষক মার্স-আন্দ্রে টের স্টেগান।

স্পেনে থাকাকালীন রিয়ালের হয়ে বার্সেলোনার বিপক্ষে ৩৩ বছর বয়সি রোনালদোর সফলতার মুনোমুগ্ধকর রেকর্ড রয়েছে। তবে তার বিদায়ে পরও রিয়াল মাদ্রিদকে নিয়ে ভয় কাটেনি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। স্টেগানের মতে, তাদের সর্বকালের সেরা গোলদাতা ইতালীতে চলে গেলেও ২০১৮-১৯ মৌসুমেও রিয়ালকে অবহেলা করার কোন সুযোগ নেই।

বার্সা গোলরক্ষক বলেন, ‘তারা (রিয়াল মাদ্রিদ) এখনো অসাধারণ দল বলেই আমি মনে করি। আমাদের মতো এখনো তারা অসাধারণ দল। রোনালদো না থাকলেও তাদের খেলার যে মান তাতে তাদের বিপক্ষে লড়াই করাটা বেশ কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাকে মানতে হবে যে, ওই খেলোয়াড় (রোনালদো) অনেক ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছে। তবে আমরা আমাদের নিজেদের খেলার প্রতিই বেশি মনোযোগী। আমরা যদি আত্মবিশ্বাসী হতে পারি তাহলেই কেবল তাদের বিপক্ষে ভালো কিছু করার সুযোগ থাকবে।’

বার্সেলোনার হয়ে পঞ্চম মৌসুম শুরুর করার প্রস্তুতি নিচ্ছেন স্টেগান। দলের হয়ে তিনি সহ-অধিনায়কের ভূমিকাও পালন করবেন। আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর এখন বার্সার নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।
জার্মান গোলরক্ষক বলেন, ‘দলের নেতৃত্বের জন্য পছন্দ করাটা অবশ্যই আমার নিজের জন্য গৌরবের।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরো ফুটবলে পাঁচ আলোচিত দল বদল

ইউরো ফুটবলে পাঁচ আলোচিত দল বদল

রোনালদোর কারণে রিয়ালের দেড় যুগের রেকর্ডের সমাপ্তি

রোনালদোর কারণে রিয়ালের দেড় যুগের রেকর্ডের সমাপ্তি

রোনালদোর জুভেন্টাসে যাওয়া সঠিক সিদ্ধান্ত : পেলে

রোনালদোর জুভেন্টাসে যাওয়া সঠিক সিদ্ধান্ত : পেলে

জুভেন্টাসের অনুশীলনে প্রথমবারের মত রোনালদো

জুভেন্টাসের অনুশীলনে প্রথমবারের মত রোনালদো