৩৫ বছর বয়সী লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। কাতার বিশ্বকাপই ছিল শেষ মেসির বিশ্বকাপ, আর কোন বিশ্বকাপে খেলবেন না ফুটবলের এ যাদুকর। চীনা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে এমন তথ্য জানিয়েছেন তিনি।
চায়না টাইটান স্পোর্টসে এক ভিডিও সাক্ষাতকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ সম্পর্কে মেসি বলেন, “আমি আগেও অনেকবার বলেছি আর বিশ্বকাপ খেলা আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে কাতারই আমার শেষ বিশ্বকাপ। এখন দেখা যাক সামনে কী হয়। তবে সবকিছু মিলিয়ে এ কথা অন্তত বলা যায় পরবর্তী বিশ্বকাপে আমার আর খেলা হবে না।”
বিশ্বকাপে খেলার মাঠে না থাকলেও সতীর্থদের উৎসাহ দিতে খেলা দেখবেন মেসি। জানান, স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাইবেন। তবে নিজে অংশগ্রহণ করবেন না।
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার।
চাইনিজ সমর্থকরা বার্সেলোনার সাবেক এ তারকার খেলা মাঠে বসে উপভোগের সুযোগ হাতছাড়া করতে চায়নি। ইতিমধ্যেই প্রিয় তারকার খেলা দেখতে ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। এমনকি প্রায় সাড়ে ছয়শো মার্কিন ডাল ব্যয় করেও অনেকে টিকেট ক্রয় করেছেন।
বছরের শুরুতে আর্জেন্টাইন পত্রিকা ওলে’তে মেসি বলেছিলেন, আরও একটি বিশ্বকাপ খেলা সত্যিই কঠিন হয়ে যাবে। পরবর্তী বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখবেন। গত সপ্তাহে মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবার ঘোষণা দিয়েছেন।
বিশ্বকাপ জয়ের অপূর্ণতা নিয়েই গত নভেম্বরে কাতারে বিশ্বকাপ অভিযানে গিয়েছিলেন মেসি। সেখানে দুর্দান্ত খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন এই মহাতারকা। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জিতে মেসি হয়তো অবসরের ঘোষণা দেবেন। তবে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দোহা বিশ্বকাপে শেষ ষোলতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।