কোচ গাল্টিয়ারকে বরখাস্ত করেছে পিএসজি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৭ জুন ২০২৩
কোচ গাল্টিয়ারকে বরখাস্ত করেছে পিএসজি!

কোচ ক্রিস্টোফ গালটিয়ারকে বরখাস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরিবর্তিত হিসেবে যোগ দিতে পারেন জুলিয়ান নাগলসম্যান। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে।

বলা হয়, পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস মঙ্গলবার গালটিয়ারকে ক্লাবের সিদ্ধান্তের কথাা জানিয়ে দিয়েছেন। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ছিটকে যাওয়ায় ২০২২-২৩ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জয়ের পরও মাত্র এক বছরের মধ্যে পিএসজি ছাড়তে হচ্ছে গালটিয়ারকে। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ওই পরাজয়ে দারুণ সমালোচিত হয়েছেন তিনি।

২০১১ সালে কাতারি মালিকানায় আসার পর সপ্তম স্থায়ী কোচ হিসেবে পিএসজির দায়িত্ব পেয়েছিলেন গালটিয়ার। গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে কোচ হিসেবে আসেন তিনি। লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করতেও বেশ ভুগতে হয়েছে ফরাসি কোচকে। লেন্সের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে ক্লাবটি।

তবে বিশ্বের সেরা তারকাদের নিয়েও ইউরোপীয় আসরে সুবিধা করতে পারেনি পিএসজি। যে স্কোয়াডের আক্রমণভাগে ছিলেন সময়ের তিন শ্রেষ্ঠ তারকা মেসি নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। গত এপ্রিলে বর্ণবাদী আচরণেরও অভিযোগ এসেছে গালটিয়ারের বিরুদ্ধে।

এদিকে, গালটিয়ারের পরিবর্তিত হিসেবে যান নাম শোনা যাচ্ছে তিনি হলেন- বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগলসম্যান। পার্ক দেস প্রিন্সেসে সম্ভাব্য আগমণকারীদের মধ্যে তাকেই এগিয়ে রাখা হয়েছে।

ফুট মের্কাটোর রিপোর্টে বলা হয়, জার্মান ওই কোচের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। গত মার্চে বায়ার্ন চাকুরিচ্যুত করার পর বেকার রয়েছেন তিনি। আর্সেনালের সাবেক কিংবদন্তী থিয়েরি অঁরিও যোগ দিতে পারেন পিএসজিতে।

নাগলসম্যানের সহকারী হিসেবে তাকেই বেশি পছন্দ কাতারি মালিকের। এর আগে রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবে বেলজিয়ান জাতীয় দলে দায়িত্ব পালন করেছিলেন অঁরি।


বিষয়ঃ

শেয়ার করুন :