ইংলিশ লিগে সেরা কোচ পেপ গার্দিওলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৫ পিএম, ৩১ মে ২০২৩
ইংলিশ লিগে সেরা কোচ পেপ গার্দিওলা

ইতিহাস গড়েছেন পেপ গার্দিওলা। তার অধিনে টানা তিন মৌসুম লিগ মুকুট জয় করেছে ম্যানচোস্টার সিটি। যার ফলস্বরুপ ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচের পুরস্কারও পেলেন স্প্যানিশ এ কোচ। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন গার্দিওয়ালা।

গার্দিওয়ালা সেরা কোচ হওয়ার এটাই প্রথম পুরস্কার নয়, এর আগে আরও তিনবার সেরা কোচের পুরস্কার হাতে নিয়েছেন সিটিজেন বস। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২১ সালের বর্ষসেরা কোচ হয়েছেন গার্দিওলা।

সেরা কোচ নির্বাচিত হওয়ার পর ক্লাবের এক বিবৃতিতে গার্দিওলা বলেছেন, “আমি অসাধারণ একটি ফুটবল ক্লাবে আছি এবং এখানে আমি যে সমর্থন পেয়েছি সেটা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগদানের পর পেপ এখন পর্যন্ত ছয় মৌসুম কাটিয়েছেন, যার মধ্যে পাঁচবার লিগ শিরোপা ঘরে তুলেছে তার দল।

গার্দিওলার বিপরীতে সেরা কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন আর্সেনালের মিকেল আর্টেটা, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের রবার্তো ডি জারবি, নিউক্যাসল ইউনাইটেডের এডি হাও, বার্নলির ভিনসেন্ট কোম্পানি এবং প্লাইমাউথ আর্গিলের স্টিভেন শুমাখার।

মৌসুম সেরা কোচ হলেও এখনো অনেক দায়িত্ব বাকি রয়েছে গার্দিওয়ালার। ৩ জুন তারা মাঠে নামবে এফএ কাপের ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড। পেপের হাত ধরেই ২০১৯ সালে এফএ কাপের চ্যাম্পিয়ন হয়েছিল সিটি।

তবে সিটির সব থেকে বড় পরীক্ষা ১১ জুন; ওইদিন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবে ডিব্রুইনা-গ্রিলিশরা। সিটিজেনদের ইতিহাসে এখন পর্যন্ত ইউরোপ সেরার মুকুট নেই।

২০২১ সালে চেলসির কাছে ফাইনাল হারের পর গত বছর রিয়ালের ঘরের মাঠে শেষ মুহূর্তের চমকে শিরোপার দৌড় থেমে যায় সিটির। এবার সেই রিয়ালকেই পরাজয় করে ফাইনালে এসেছে তারা। সবকিছু ঠিক থাকলে পেপের হাত ধরেই হয়তো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উচিয়ে ধরবে সিটিজেনরা।

ফলে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ থাকছে গার্দিওলার; ম্যানসিটির হয়ে প্রথমবারের মতো ট্রেবল শিরোপা জয়। সামনে দুটো ফাইনাল রেখে মৌসুম সেরা কোচ হওয়ায় চাঙা থাকাবেন পেপ, এটা এখন বলাই যায়।



শেয়ার করুন :