নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিয়েছে চেলসি। সঙ্কটে থাকা প্রিমিয়ার লিগের ক্লাবটিকে পুনরুজ্জিবিত করার কঠিন দায়িত্বটি গ্রহণ করেছেন আর্জেন্টাইন এই কোচ।
দুই বছরের জন্য চেলসির সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন পচেত্তিনো। সেই সঙ্গে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। এর মাধ্যমে টটেনহ্যাম হটস্পার্স থেকে বরখাস্ত হওয়ার চার বছর পর ফের প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছেন পচেত্তিনো।
২০২২ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বরখাস্ত হওয়ার পর বেকার ছিলেন ৫১ বছর বয়সি পচেত্তিনো। চেলসির মালিক পক্ষের হয়ে টড বোহেলি ও বেহদাদ এগবালি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলেন, “মরিসিও বিশ্বমানের একজন কোচ। যার অসাধারণ ট্র্যাক রেকর্ড রয়েছে। আমরা সবাই তাকে দলে দেখার অপেক্ষায় আছি।”
১ জুলাই থেকে নতুন দায়িত্ব শুরু করবেন পচেত্তিনো। চেলসির সহ-ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্টানলি বলেছেন, “মরিসিওর অভিজ্ঞতা, সেরা মান, নেতৃত্বের গুণাবলী এবং চরিত্র চেলসিতে দারুণভাবে কাজে দিবে এবং আমরা এগিয়ে যাব।”