এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হওয়ার সংখ্যা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশের বরাত দিয়ে রোববার (২১ মে) বার্তা সংস্থা রয়টর্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানানো হয়, নিহতদের মধ্যে দু’জন নারীও রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২০ মে) কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যে খেলা চলছিল। তবে এত বড় একটি ঘটরার সূত্রপাত এখনো নির্ণয় করা সম্ভব হয়।
পুলিশ বলছে, স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় ফুটবল সমর্থকদের হুড়োহুড়ি এ পদদলনের কারণ হতে পারে।
আহত একজনকে গাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: রয়টার্স
সালভাদর ফুটবল লিগে আলিয়াজনা ও ফাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সমর্থকরা রাজধানী সান সালভাদরের কাসকাতলান স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন।
নিরাপত্তা সংস্থা থেকে জানানো হয়েছে যে, ‘বেশ কিছু’ আহত ব্যক্তিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জরুরি কর্মীরা স্টেডিয়াম থেকে লোকদের সরিয়ে নিয়েছে এবং ম্যাচটি স্থগিত করা হয়েছে।