লরিয়াস পুরস্কার জিতলেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৯ মে ২০২৩
লরিয়াস পুরস্কার জিতলেন মেসি

ব্যক্তিগত ও দলগতভাবে সম্মনজনক লরিয়াস পুরস্কারে ভূষিত হলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের শিরোপা জয়ে অনন্য ভূমিকার জন্য তাকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপের রোমঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেন ৩৫ বছর বয়সি মেসি। দলকে বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ায় ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হন ৭ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী ফুটবল তারকা।

প্যারিসে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার দলগত পুরস্কারটিও গ্রহণ করেন মেসি। অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেলিয়া রোকুজ্জাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন মেসি।
sportsmail24

এর আগে ২০২০ সালে ফর্মুলা ওয়ানের ব্রিটিশ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে ব্যক্তিগত এ পুরস্কার লাভ করেছিলেন মেসি। তবে এবার একাই এ পুরস্কারের মালিক হলেন ফুটবল জাদুকর।



শেয়ার করুন :