ফিফার শাস্তির বিরুদ্ধে সোহাগের আপিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৭ মে ২০২৩
ফিফার শাস্তির বিরুদ্ধে সোহাগের আপিল

আর্থিক অনিয়মের কারণ দেখিয়ে ফিফা’র দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এখন নিয়ম অনুযায়ী সোহাগের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

১৪ এপ্রিল (শুক্রবার) বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। একই সাথে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফার ওই নিষেধাজ্ঞার পর নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করতে হতো। আবু নাঈম সোহাগের আইজীবীর মাধ্যমে ৫ মে (শুক্রবার) আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন।

সোহাগের নিষেধাজ্ঞা দেওয়ার পিছনে ৫১ পৃষ্ঠার বিবৃতি দিয়েছিল ফিফা। ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিকস কমিটির বিচারিক চেম্বারের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবু নাঈম সোহাগ দায়িত্ব পালনকালে তিনটি ধারা ভেঙেছেন।

তিনটি ধারা হলো- ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ধারা ১৩ (আনুগত্যের দায়িত্ব) ও ধারা ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার)।

ফিফা থেকে আসা এমন নিষেধাজ্ঞা বাংলাদেশ ফুটবলে এটাই প্রথম কোন ঘটনা। বাফুফে সাধারণ সম্পাদকের এমন ঘটনা প্রকাশ্যে আসার পর বাফুফের কার্যক্রম থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।



শেয়ার করুন :