খেলোয়াড়

পরীক্ষায় উত্তীর্ণ লেমার, অনুশীলনে বাধা নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৮ জুলাই ২০১৮
পরীক্ষায় উত্তীর্ণ লেমার, অনুশীলনে বাধা নেই

মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিতে আর বাধা থাকলো না ফ্রেঞ্চ তারকা থমাস লেমারের। শুক্রবার স্প্যানিশ রাজধানীতে লেমারের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। এরপরই অনুশীলনে যোগ দেবার জন্য তাকে সবুজ সঙ্কেত দেয়া হয়েছে।

মোনাকো থেকে ২২ বছর বয়সী এ মিডফিল্ডারকে দলে ভেড়াতে অ্যাথলেটিকোর ব্যয় হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। ২০১৬-১৭ মৌসুমে মোনাকোর হয়ে লেমার লিগ ওয়ান শিরোপা জিতেছিলেন।

গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আর্সেনালের বিপক্ষে পেনাল্টি শুটআউটের জয় দিয়ে অ্যাথলেটিকো তাদের প্রাক-মৌসুম মিশন শুরু করেছে। এ টুর্নামেন্টে দিয়েগো সিমিয়োনের দল পিএসজি ও ইন্টার মিলানের মুখোমুখি হবে। এরপর স্টুটগার্ট ও কাগলিয়ারির সাথে দুটি প্রীতি ম্যাচ রয়েছে।

আগামী ১৫ আগস্ট উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামবে অ্যাথলেটিকো।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে প্যাভার্ডের গোলটিই সেরা

বিশ্বকাপে প্যাভার্ডের গোলটিই সেরা

ইংল্যান্ড গোলরক্ষককে দলে ভেড়ালো চেলসি

ইংল্যান্ড গোলরক্ষককে দলে ভেড়ালো চেলসি

জাপানের প্রধান কোচ হলেন অলিম্পিক বস মরিয়াসু

জাপানের প্রধান কোচ হলেন অলিম্পিক বস মরিয়াসু

রোনালদোর কারণে রিয়ালের দেড় যুগের রেকর্ডের সমাপ্তি

রোনালদোর কারণে রিয়ালের দেড় যুগের রেকর্ডের সমাপ্তি