জাপানের প্রধান কোচ হলেন অলিম্পিক বস মরিয়াসু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ২৮ জুলাই ২০১৮
জাপানের প্রধান কোচ হলেন অলিম্পিক বস মরিয়াসু

জাপান ফুটবল দলের নতুন কোচের দায়িত্ব পেলেন হাজিমে মরিয়াসু। আকিরা নিশিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন ৪৯ বছর বয়সী এ অলিম্পিক কোচ। ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিশিনোর দুই মাসের প্রশিক্ষণেই রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্লু সামুরাইরা।

জাপানের প্রধান কোচের দায়িত্ব নেবার জন্য সাবেক জার্মান কোচ জার্গেন ক্লিন্সম্যান এবং আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু দেশীয় কোচের উপরই আস্থা রেখেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)।

জাতীয় দলের দায়িত্ব পালনের পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিকের জন্য জাপান অনুর্ধ-২১ দলের বর্তমান দায়িত্বটিও পালন করে যাবেন মরিয়াসু। যেখান থেকে ওঠে আসবে জাতীয় দলের জন্য নতুন তারকা।

এক সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, ‘স্বাভাবিকভাবেই দলে পরিবর্তন আসবে। যেখানে বিভিন্ন প্রজন্মের সম্মিলন ঘটবে।’

জাতীয় দলের দুর্বল পারফর্মেন্সের কারণে জেএফএ প্রধান কোজো তাশিমা গত এপ্রিলে যখন ভাহিদ হালিহোদিচকে বরখাস্ত করেন, তখনো নিশিনোকে সহায়তার জন্য মরিয়াসুর নাম বাছাই করা হয়েছিল। মরিয়াসুর অধীনে ২০১০ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে জাপান।

জাপানের সাবেক মিডফিল্ডার মরিয়াসু এর আগে সানফ্রিসে হিরোশিমার দায়িত্ব পালন করেছিলেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বপালনকালে তিনি ক্লাবটিকে তিনবার জে-লিগের শিরোপা পাইয়ে দিয়েছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের পিএসজি মিশন এখনো অসম্পূর্ণ

নেইমারের পিএসজি মিশন এখনো অসম্পূর্ণ

রোনালদো-মেসি-এমবাপের সঙ্গে নেই নেইমার

রোনালদো-মেসি-এমবাপের সঙ্গে নেই নেইমার

রোনালদোর দুই বছরের কারাদণ্ড

রোনালদোর দুই বছরের কারাদণ্ড

২০২২ বিশ্বকাপ পর্যন্ত তিতেই ব্রাজিলের কোচ

২০২২ বিশ্বকাপ পর্যন্ত তিতেই ব্রাজিলের কোচ