বায়ার্ন মিউনিখের নতুন কোচ টাচেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৩
বায়ার্ন মিউনিখের নতুন কোচ টাচেল

জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্তের দিনেই নতুন কোচ হিসেবে চেলসি ও পিএসজির সাবেক কোচ থমাস টাচেলকে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৩৫ বছর বয়সী নাগলসম্যানের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আগামী মাসে শেষ আটে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এবারের মৌসুমে এখন পর্যন্ত বুন্দেসলিগায় নিজেদের স্বাভাবিক আধিপত্য ধরে রাখতে পারেনি বায়ার্ন। সে কারণেই নাগলসম্যানের উপর থেকে আস্থা ওঠে গিয়েছিল বায়ার্নের। চেলসির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ৪৯ বছর বয়সী টাচেলে উপর এখন আস্থা রাখতে চাচ্ছে বেভারিয়ান্সরা।

এক বিবৃতিতে বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা বলেছে, “এফসি বায়ার্ন ও কোচ জুলিয়ান নাগলসম্যানের মধ্যে সব ধরনের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। নাগলসম্যানের স্থানে থমাস টাচেল নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।”

বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত টাচেলের সাথে ক্লাবের চুক্তি হয়েছে। সোমবার তার অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামবে বায়ার্ন।

বায়ার্ন চেয়ারম্যান অলিভার কান বলেছেন, “ব্যক্তিগতভাবে ও বায়ার্নের পক্ষ থেকে আমি জুলিয়ান ও তার কোচিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।”

দুই বছর আগে নাগলসম্যানের সাথে পাঁচ বছরের চুক্তি করেছিল বায়ার্ন। তবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার পথে হোঁচট খাওয়ার পরপরই বায়ার্ন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এই মুহূর্তে টাচেলের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের পরে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-এমবাপ্পেদের বিদায় করে দিল বায়ার্ন

মেসি-এমবাপ্পেদের বিদায় করে দিল বায়ার্ন

পিএসজিকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে শেষ আটের পথে বায়ার্ন

পিএসজিকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে শেষ আটের পথে বায়ার্ন

ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

স্ট্রাইকারের অভাব বোধ করছেন বায়ার্ন কোচ

স্ট্রাইকারের অভাব বোধ করছেন বায়ার্ন কোচ