দুই সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২২ মার্চ ২০২৩
দুই সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচি

দুই সপ্তাহে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিকে কিছুটা বিরতি দিয়ে খেলোয়াড়রা মেতে উঠবে জাতীয় দলের দায়িত্ব পালনে। ২০২৩ সালের প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রায় সব দেশই মাঠে নামতে যাচ্ছে। ইউরোপের দেশগুলো খেলবে ইউরোপীয়না বাছাইপর্ব, দক্ষিণ আমেরিকান জায়ান্টরা খেলবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

লিওনেল মেসির নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ফাইনাল খেলার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার তাদের প্রতিপক্ষ পানামা। চারদিন পর আরেক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৮৬তম দল কুরাকাও।

এদিকে, বর্তমান ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায়। ইউরো ২০২৪ বাছাইপর্ব দিয়ে ইতালি মাঠে ফিরছে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইউরো ২০২১’র আরেক ফাইনালিস্ট ইংল্যান্ড।

কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স ইউরো বাছাইপর্বের দুটি ম্যাচে খেলবে নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ইউরো বাছাইপর্বে খেলবে লিখেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে। দক্ষিণ আমেরিকান আরেক পরাশক্তি ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় সৃষ্টিকারী মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামবে।

আন্তর্জাতিক বিরতিতে বড় দলগুলোর ম্যাচের সূচি

২৪ মার্চ
ইতালি বনাম ইংল্যান্ড, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-সি
ডেনমার্ক বনাম ফিনল্যান্ড, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-এইচ
পর্তুগাল বনাম লিখেনস্টেইন, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-আই
আর্জেন্টিনা বনাম পানামা, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

২৫ মার্চ
ফ্রান্স বনাম নেদারল্যান্ড, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-বি
চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-ই
সুইডেন বনাম বেলজিয়াম, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-এফ

২৬ মার্চ
স্পেন বনাম নরওয়ে, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-বি
ইংল্যান্ড বনাম ইউক্রেন, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-সি
ক্রোয়েশিয়া বনাম ওয়েলস, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-ডি
মরক্কো বনাম ব্রাজিল, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

২৭ মার্চ
মাল্টা বনাম ইতালি, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-সি
লুক্সেমবার্গ বনাম পর্তুগাল, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-জে

২৮ মার্চ
নেদারল্যান্ড বনাম জিব্রাল্টার, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-বি
আয়ারল্যান্ড বনাম ফ্রান্স, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-বি
আর্জেন্টিনা বনাম কুরাকাও, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

২৯ মার্চ
স্কটল্যান্ড বনাম স্পেন, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-এ
তুরষ্ক বনাম ক্রোয়েশিয়া, ইউরো ২০২৪ বাছাইপর্ব, গ্রুপ-ডি।


বিষয়ঃ

শেয়ার করুন :