নতুন কোচ হিসেবে রবার্তো মার্টিনেজ প্রথমবারের মতো পর্তুগাল জাতীয় দল ঘোষণা করেছেন। ইউরো ২০২৪ বাছাইপর্বে লিখেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মাটিনেজের ঘোষিত দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৩৮ বছর বয়সী এ সুপারস্টার বর্তমানে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বাছাইপর্বের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করতে গিয়ে মার্টিনেজ এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, “আমি বয়সের দিকে তাকাই না।”
২৩ মার্চ লিসবনে লিখেনস্টেইনকে আতিথ্য দেওয়ার পর ২৬ মার্চ লুক্সেমবার্গ সফরে যাবে পর্তুগাল। এর মাধ্যমেই ২০২৪ ইউরোর যাত্রা শুরু হচ্ছে উল্লেখ করে মার্টিনেজ বলেছেন, তার ঘোষিত প্রথম দলটি খুবই গুরুত্বপূর্ণ।
২০০৩ সালে আগস্টে কাজাখাস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল। তারপর থেকে নিজের ক্যারিয়ারকে শুধুমাত্র সমৃদ্ধ করেছেন। বর্তমানে আন্তর্জাতিক ম্যাচে ১১৮ গোল করে সর্বাধিক গোলের গর্বিত মালিক তিনি। আগামী দুই ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেলে রোনালদো গোলসংখ্যাও নিঃসন্দেহে বাড়িয়ে নিবেন।
এ নিয়ে সাতবার লিখেনস্টেইনের মোকাবেলা করে ছয়বারই জয়ী হয়েছে পর্তুগাল, অপর ম্যাচটি ড্র হয়েছে। ২০০৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে রোনালদো মূল দলে খেললেও পুরো ৯০ মিনিট খেলেননি। এখন পর্যন্ত এ সাত ম্যাচে পর্তুগাল দিয়েছেন ৩৫ গোল, হজম করেছেন ৩ গোল। তবে রোনালদো এখন পর্যন্ত এই দলের বিরুদ্ধে কোন গোল করতে পারেননি।
পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক : দিয়োগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার : দিয়েড়ো ডালোট, হুয়া ক্যান্সেলো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, এন্টোনিও সিলভা, গনসালো ইনাসিও, দিয়োড়ো লিয়েটে, নুনো মেনডেস, রাফায়ের গুয়েরেইরো।
মিডফিল্ডার : হুয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, হুয়াও মারিও, ম্যাথিউস নুনেস, ওটাভিও মন্টেইরো, ভিটিনহা।
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, হুয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, দিয়োগো জোতা।
স্পোর্টসমেইল২৪/আরএস