ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রবার্ট গ্রীনকে দলে ভিড়িয়েছে চেলসি। এক বছরের চুক্তিতে তাকে দলভুক্ত করা হয়েছে বলে ঘোষণা করেছে উত্তর লন্ডনের ক্লাবটি। উইলি ক্যাবালেরো এবং থিবাউট কর্তুইসের ব্যাকআপ হিসেবে তাকে দলভুক্ত করেছে চেলসি।
গত মৌসুম শেষে হাডার্সফিল্ড ছাড়ার পর উন্মুক্ত অবস্থায় ছিলেন ৩৮ বছর বয়সি এ গোলরক্ষক। ২০১০ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া গ্রীন ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে মোট ১২টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন।
চেলসির ওয়েবসাইটকে গ্রীন বলেন, ‘এ যেন ২৪ ঘণ্টার ঘূর্ণিঝড়। আপনি হয়তো আপনার ক্যারিয়ার নিয়ে ভাবছেন। চিন্তা করছেন কোথায় যাবেন। আর তখনই এমন একটি ফোন কল পেয়ে গেলেন। আর সংক্ষিপ্ত কথাবার্তার মধ্যেই এটি সম্পন্ন হলো।’
তিনি আরও বলেন, ‘এটি আমার জন্য একটি নাটকীয় মুহূর্ত। খেলা শুরু করার জন্য যেন আর তর সইছে না। এখানে আসতে পেরে আমি দারুণভাবে খুশি, রোমঞ্চিত এবং সম্মানিত বোধ করছি।’