রিয়াল ছেড়ে সদ্যই জুভেন্টাসে পারি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন ক্লাবে যাওয়ার কয়েকদিনের মাথায় শুনতে হলো খারাপ সংবাদ। স্পেনে কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ফলে দুই বছরের জেল হয়েছে পর্তুগিজ যুবরাজের, সঙ্গে প্রায় ১৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১৮৭ কোটি) জরিমানাও রয়েছে।
৩৩ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে মোট চারটি কর জালিয়াতির মামলা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে তিনি প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। যার জন্য এত বড় শাস্তি।
আরও পড়ুন> রোনালদোর জুভেন্টাসে যাওয়া সঠিক সিদ্ধান্ত : পেলে
এদিকে রোনালদো ভক্তদের জন্য সুখবর হলো, মামলায় কারাদণ্ড হলেও জেলে যেতে হচ্ছে না সাবেক এ রিয়াল তারকাকে। শুধু সুদসহ করের পুরোটা দিয়ে দিলেই হবে। তারপর এ মামলার মীমাংসার বিষয়ে অনুমোদন দেবে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।
আরও পড়ুন> রক্ষা পাচ্ছেন না রোনালদোর বান্ধবী জর্জিনাও
এর আগে গত বছর স্প্যানিশ কর্তৃপক্ষের তদন্তে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রোনালদো। বলেছিলেন, অনৈতিক কিছু তিনি করেননি। তবে এবার তা মিথ্যে প্রমাণ হলো আদালতে।