নিজেদের মাঠে দুর্দান্ত খেললো অ্যাথলেটিক বিলবাও। তবে বার বার গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েই কষ্টার্জিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এ জয়ে ৯ পয়েন্টে নিয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সা।
রোববার রাতে লা লিগার ম্যাচটিতে বিলবাও-এর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে জয় সূচক একমাত্র গোলটি করেন রাফিনিয়া।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠেছিল লড়াই। তবে গোলের দেখা পাচ্ছিল না কোন দল। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ডান দিকে ফাঁকায় বল পেয়ে যান রাফিনিয়া। সেখান থেকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে কাজে লাগাতে পারেননি। বিপরীতে গোল পরিশোধে বার্সেলোনার রক্ষণভাবে চাপ তৈরি করে বিলবাও। গোলের সুযোগও তৈরি করেছিল স্বাগতিকরা।
৭২তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে ইনাকি উইলিয়ামসের শটে বল টের স্টেগেনের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ফলে গোল বঞ্চিত হয় বিলবাও। একটু পর ডাবল সেভ করে জাল অক্ষত রাখেন টের স্টেগেন। এরপর বেশ কয়েকটি নাটকীয় ঘটনা ঘটলেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এ জয়ে ২৫ ম্যাচে ২১ জয় ও ২ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে বিলবাও।
স্পোর্টসমেইল২৪/আরএস