ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার। কার্যত পুরো মৌসুমই তাকে আর মাঠে পাওয়া যাবে না। তবে আশার কথা হলো কাতারের একটি হাসপাতালে নেইমারের ডান পায়ের গোড়ালিতে ‘সফলভাবে’ অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ সার্জনরা।
প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) কাতারের একটি হাসপাতালের বিশেষজ্ঞ সার্জনরা নেইমারের ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করেন।
৩১ বছর বয়সী নেইমার শুক্রবার ভোরে দোহার অ্যাসপেটার হাসপাতালে নিজেই ক্রাচে ভর দিয়ে হেঁটে যায় এবং তার কয়েক ঘণ্টার পর তার পায়ে ‘সফলভাবে’ অপারেশন শেষ হয়।
পিএসজি এক বিবৃতিতে বলেছে, “শুক্রবার সকালে নেইমার জুনিয়রের সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন বিশ্রাম এবং চিকিৎসকদের প্রোটোকল অনুসরণ করবে।”
নেইমার কবে নাগাদ হাসপাতাল ছাড়বে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তার অপারেশনের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ সার্জন জেমস ক্যাল্ডার। যিনি বেশ কয়েকজন ইউরোপীয় ফুটবল তারকাদের এর আগে চিকিৎসা করেছেন।
নেইমার ২০১৮ সালে একই গোড়ালিতে আঘাতের পরে কাতারে চিকিৎসা করেছিলেন। তবে সর্বশেষ ইনজুরি আক্রান্ত হওয়ার পর তাকে অপারেশনে যেতেই হলো। এখন অপেক্ষা আবারও কবে নাগাদ মাঠে খেলায় ফিরেন তিনি। যদিও ‘শক্তিশালী হয়ে ফিরে আসার’ প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার।
স্পোর্টসমেইল২৪/আরএস