বার্সেলোনা কি তাহলে সত্যিই রেফারি কিনেছিল?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১১ মার্চ ২০২৩
বার্সেলোনা কি তাহলে সত্যিই রেফারি কিনেছিল?

বার্সেলোনা রেফারি কিনেছে বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচননায় রয়েছে। এবার বিষয়টি আদাত পর্যন্ত গড়ালো। বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে স্প্যানিশ প্রসিকিউটররা।

তাদের অভিযোগ স্পেনের রেফারি কমিটির সাবেক সহ-সভাপতিকে বার্সা অর্থ দিয়েছে। যেন তিনি ম্যাচে প্রভাব ফেলতে পারেন। অভিযোগপত্র দায়ের করার বিষযটি শুক্রবার সামনে এসেছে। তবে এখনও মামলা গ্রহণের বিষটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অভিযোগ অনেক পূরনো। তবে এমন অভিযোগ এরআগে সরাসরি নাকচ করে দেয় বার্সেলোনা। তারা জানায়, একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছেন তারা। কোনো অন্যায় কাজের জন্য কাউকে অর্থ দেননি।

এই মামলার পর বার্সার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা ১৯৯৪-২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে মোটা অংকের অর্থ দিয়েছে বার্সা এমন অভিযোগ ওঠে। সেই অর্থের পরিমান প্রায় ৭৩ লাখ ইউরো।

প্রসিকিউটরদের দাবি, ওই অর্থ দেওয়ার পেছনে অনৈতিক সুবিধা পাওয়ার বিষয়টি ছিল।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বেনজেমায় বিশ্বাস আনচেলত্তির

বেনজেমায় বিশ্বাস আনচেলত্তির

আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

সাকিব মাঠকর্মীদের দিলেন পুরস্কার, ক্যাপ চোরকে পেটালেন

সাকিব মাঠকর্মীদের দিলেন পুরস্কার, ক্যাপ চোরকে পেটালেন

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অগ্নিমূর্তি ধারণের অপেক্ষায় বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অগ্নিমূর্তি ধারণের অপেক্ষায় বাংলাদেশ