বেনজেমায় বিশ্বাস আনচেলত্তির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ মার্চ ২০২৩
বেনজেমায় বিশ্বাস আনচেলত্তির

রিয়াল মাদ্রিদকে গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন করিম বেনজেমা। এবার বর্ষসেরা খেলোয়াড়ের শীর্ষ তিনের তালিকাতেও ছিলেন তিনি।

তবে এই মৌসুমটা তার মোটেই ভালো যাচ্ছে না। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস মৌসুমের শেষভাগে দলের প্রয়োজনীয় সময় ঠিকই জ্বলে উঠবেন বেনজেমা।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল রিয়াল। তারা ৫-২ গোলে হারায় লিভারপুলকে। কিন্তু পরের তিন ম্যাচে কোপা দেল রে ও লা লিগায় টানা তিন ম্যাচে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।

এই তিন ম্যাচে কোনো গোলও পাননি বেনজেমা।

অথচ গত মৌসুমে ৪০টির বেশি গোল করে রিয়ালের তিনটি শিরোপা জেতায় বড় অবদান রেখেছিলেন বেনজেমা।

এই মৌসুমে তার গোল ১৮টি। ইনজুরির কারণে খেলতে পারেননি বড় একটা সময়।

তবে সঠিক সময়েই বেনজেমার জ্বলে ওঠার অপেক্ষায় কোচ আনচেলত্তি।

শুক্রবার তিনি বলেন, ‌“গত মৌসুমে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। অনেক গোল করেছিল। এই মৌসুমে সে তার সেরা পর্যায়ে না থাকায় মৌসুমের শুরুতে পারফরম্যান্সেও প্রভাব পড়েছে।"

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতে ম্যাচে বৃহস্পতিবার লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। শনিবার লা লিগায় তাদের প্রতিপক্ষ এস্পানিওয়াল। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকে রিয়ালের পয়েন্ট ৫৩। সমান ২৪ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

আনচেলত্তি বলেন, “ বেনজেমার একটু চোট সমস্যা রয়েছে। এটা সেরে উঠতে হবে। মৌসুমের দ্বিতীয় অংশে বেনজেমা ভালো করছে। শেষ পর্যন্ত সে ভালো করবে বলে আশা করছি।"

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে মেজাজ হারানো রোনালদোর পানির বোতলে শট

ম্যাচ হেরে মেজাজ হারানো রোনালদোর পানির বোতলে শট

আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

৭ গোল খাওয়ার পরের ম্যাচে ৪ গোল দিল ম্যানইউ

৭ গোল খাওয়ার পরের ম্যাচে ৪ গোল দিল ম্যানইউ

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি