আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১০ মার্চ ২০২৩
আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

দলের অধিনায়ক সামসুন্নাহার জুনিয়র ছাড়াই তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ জুনিয়র নারী দল। দলের পক্ষে আকলিমা খাতুন ও স্বপ্না রাণী দুটি করে গোল করেছেন।

শুক্রবার (১০ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া ‘এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ-২০২৪’র কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। স্বপ্নার কর্নার কিক থেকে বক্সের ভেতর জটলা তৈরি হলে বল পেয়ে বাঁ-পায়ের ভলিতে দলকে লিড এনে দেন আকলিমা। তবে তুর্কমেনিস্তানের ফুটবলাররা হ্যান্ডবলের অভিযোগ করলেও রেফারি তা মানেননি।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন আকলিমা। ৭১তম মিনিটে ইতির ক্রসে বল শূন্যে থাকা অবস্থায় ডান পায়ের ভলিতে আবারও জালে পাঠান তিনি। দলের ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে নিজেও আদায় করে নেন জোড়া গোল।

ম্যাচের ৭৪তম মিনিটে একাদশে পরিবর্তন আনেন কোচ। মাহফুজাকে তুলে নিয়ে মিডফিল্ডার হালিমা আক্তারকে মাঠে নামান। এরপর ম্যাচের বাকি সময়েও একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়রা।

ম্যাচে ৮০ এবং ৮১তম মিনিটে পর পর দুই গোল করে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দেন স্বপ্না রানী। সময় শেষে বড় জয় নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশের জুনিয়র মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের প্রথম ‘এএফসি এলিট নারী রেফারি’ সালমা আক্তার মনি

দেশের প্রথম ‘এএফসি এলিট নারী রেফারি’ সালমা আক্তার মনি

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

অলিম্পিকস নারী ফুটবল বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

অলিম্পিকস নারী ফুটবল বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

বীরের বেশে সাতক্ষীরায় ফিরলেন ক্যাপ্টেন সাবিনা

বীরের বেশে সাতক্ষীরায় ফিরলেন ক্যাপ্টেন সাবিনা