ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি গত সপ্তাহে। জীবনে হার মেনে নিতে পারেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে এই প্রথম হারের পর রোনালদোও মেজাজ হারালেন। আল ইত্তিহাদের বিপক্ষে তাদের মাঠে রোনালদোর দল আল নাসের হেরে গেছে ১-০ গোলে।
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানও হারিয়েছে আল নাসের। ২০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৬। আর আল নাসেরকে হারিয়ে পয়েণ্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আল ইত্তিহাদ। সমান ২০ ম্যাচে এক পয়েন্ট বেশি তাদের (৪৭)।
ম্যাচ হারের পর অবশ্য প্রথমে রোনালদোকে দেখে বোঝা যায়নি তিনি কতটা ক্ষুব্ধ। অন্য সতীর্থদের সঙ্গে তিনিও সমর্থকদের উদ্দেশ্যে গ্যালারির সামনে গিয়ে হাততালী দেন।
এরপরই তার চোখে মুখে রাগের ছায়া ভেসে ওঠে। ফুঁসতে দেখা যায় তাকে। তার এক সতীর্থ কাছে কি বোঝানোরও চেষ্টা করছিলেন। কিন্তু সেটা তোয়াক্কা করেননি।
বারবার হাত উপরে উঠিয়ে জানান দিচ্ছিলেন এ কি হল? এরপর ড্রেসিংরুমের সামনে গিয়ে রাখা কয়েকটা পানির বোতলে সাজোরো শট মারেন রোনালদো। হতাশার চরম বহিপ্রকাশ প্রমাণ পায় তাতে।
ম্যাচ হারের পর এই পর্তুগীজ ফুটবল তারকা বলেন, ‘‘এই হার হতাশার। তবে আমরা সামনের ম্যাচগুলোতে বেশি মনোযোগী হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।"
রোনালদো এরপর সমর্থকদের উদ্দেশে টুইটাও করেছেন। সেই টুইটে তিনি লেখেন, ‘‘আমাদের সমর্থন করে যাওয়ার জন্য আল নাসেরের সমর্থকদের ধন্যবাদ। আপনারা সব সমই পাশে আছেন।"
আল ইত্তিহাদ ভালো খেলেই জিতেছে। তারা আক্রমণ ও বল দখলে সব জায়গায় এগিয়ে ছিল। আল নাসের মাত্র ছয়টি শট গোলের উদ্দেশে মারতে পারে। সেখাানে আল ইত্তিহাদ মারে ডাবল।
স্পোর্টসমেইল২৪/জেএম