পেলের মৃত্যু হয়েছে গত বছর ডিসেম্বরে। তার মৃত্যুর পর আলোচনা রেখে যাওয়া বিশাল অংকের অর্থ কারা পাচ্ছেন? কাকে কিভাবে বন্ঠন করে দিয়েছিনে ব্রাজিলের এই মহাতারকা। পেলের সম্পত্তির ৩০ শতাংশ পাবেন তার স্ত্রী মারসিয়া সিবেলা আওকি।
তিনি একটি বিলাসবহূল বাড়ি পাচ্ছেন । তবে একই সঙ্গে উইলে উল্লেখ করা রয়েছে এক অপরিচিত নাম। ধারণা করা হচ্ছে উনি তার মেয়ে হন। পেলে ওই মেয়ের সম্পর্কে আগে কিছুই জানায়নি।
পেলে এবং তার স্ত্রী মারসিয়া যেখানে থাকতেন, সমুদ্রের ধারে। সেই বাড়ি এখন তার স্ত্রীর। গত বছর ডিসেম্বর মাসে মারা যান পেলে। তার বয়স হয়েছিল ৮২ বছর।
এদিকে তার মোট সম্পত্তির পরিমাণ কতো সেটাও জানা যায়নি।
তবে মোট সম্পত্তি থেকে স্ত্রীর জন্য ৩০ শতাংশ বাদ দিয়ে বাকি ৭০ ভাগ পাবেন পেলের সন্তানরা এবং এক অপরিচিত নারী। ওই নারী আসলে পেলের মেয়ে। তবে জীবিত থাকতে স্বীকা করে যাননি পেলে।
কিগনেল বলেন, “এক মেয়ের উল্লেখ রয়েছে। যদিও ডিএনএ পরীক্ষার পর সেটা প্রমাণিত হবে। পেলে জীবিত থাকার সময় সেটা করা সম্ভব হয়নি ফুটবলারের শারীরিক অবস্থার কারণে।”
ওই নারী এরইমধ্যে নিজেকে পেলের মেয়ে দাবি করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে পেলেকে নিজের ডিএনএ পরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছিল। যা সম্ভব হয়নি।
এখন পেলের সাত সন্তানের মধ্যে থেকে ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে। তার পরেই সেই অপরিচিত নারীর পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে।
স্পোর্টসমেইল২৪/জেএম