ব্রাজিলের বিশ্বকাপ দলের ১৫ জনই বাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৪ মার্চ ২০২৩
ব্রাজিলের বিশ্বকাপ দলের ১৫ জনই বাদ

বিশ্বকাপে ভরাডুবির পর বড় কোনো পরিবর্তন হবে ব্রাজিল দলে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তবে যেমন অনুমান করা যাচ্ছিল তার চেয়েও অবাক করা পরিবর্তন ঘটালো ব্রাজিলের নির্বাচকরা।

কাতার বিশ্বকাপের পর এই প্রথম ২৫ মার্চ প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচের জন্য শুক্রবার ২৩জনের স্কোয়াড ঘোষণা করেছেন মেনেজেস।

তবে এই দলে জায়গা হয়নি সর্বশেষ কাতার বিশ্বকাপে খেলা ১৫ খেলোয়াড়ের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এই বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।

ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার বাদ পড়েছেন চোটের কারণে। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ‘দলে যোগ দেওয়ার জন্য উপযুক্ত ফিটনেসে থাকবেন না’ নেইমার। তার ক্লাব পিএসজিও নেইমারের পরের ম্যাচগুলোতে না থাকার কথা জানিয়ে দিয়েছে।

এই দলে রয়েছে নয়জন নতুন মুখ। ঘরোয়া ফুটবলে নতুন মুখ হিসাবে পরিচিত পাওয়া ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর হোকি ডাক পেয়েছেন। সর্বশেষ দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ছয় গোল করেন হোকি। এবার ডাক পাওয়া নয়জনই নতুন মুখ।


ব্রাজিলের তারকা গোলকিপার আলিসন থেকে রাফিনিয়া বাদ পড়েছেন। এছাড়া পেদ্রো, ফাবিনিও, দানি আলভেজ, গ্যাব্রিয়েল জেসুস, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ-গ্যাব্রিয়েল মার্তিনেলি­দের রাখেননি কোচ।

তবে থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস ও নেইমার বাদ পড়েছেন চোটের কারণে।

ব্রাজিলের ২৩জনের দল:
গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন। ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এদের মিলিতাও, মারকিনিওস ও রবার্ত রেনান। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা ও রাফায়েল ভেগা। ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর হোকি।

স্পোর্টসমেইল২৪/জেএম


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার অনূর্ধ্ব-১৯ দলে রোনালদিনহোর ছেলে

বার্সার অনূর্ধ্ব-১৯ দলে রোনালদিনহোর ছেলে

চলে গেলেন কিংবদন্তি ফন্টেইন

চলে গেলেন কিংবদন্তি ফন্টেইন

দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

ভারতকে ১০৯ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনই অস্ট্রেলিয়ার লিড

ভারতকে ১০৯ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনই অস্ট্রেলিয়ার লিড