আর্সেনাল জয়ের ধারা অব্যহত রেখেছে। দু:সময় পার করে ইংলশি প্রিমিয়ার লিগে টানা তিন জয় তুলে নিয়েছে শিরোপার দৌড়ে থাকা দলটি। বুধবার রাতে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অবনমন পর্যায়ে থাকা এভারটনকে।
একইদিনে জয় পেয়েছে লিভারপুলও। তারা ২-০ গোলে হারিয়েছে উলভসকে। সর্বশেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।
ম্যানসিটির চেয়ে আর্সেনালের পয়েন্ট ব্যবধান এখ পাঁচ। সমান ২৫ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৬০। আর ম্যানসিটির ৫৫। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৯। চতর্থ স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪৫। আর লিভারপুল৩৯ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
মৌসুমের শুরু থেকে দারুন খেলতে থাকা আর্সেনালের হঠাৎ ছন্দপতন শুরু হয়। কিন্তু সেই ধাক্কা তারা ভালোভাবে সামাল দিয়েছে। সেই ধাক্কায় ম্যানসিটির সুযোগ ছিল তাদের ধরে ফেলার।
কিন্তু একই সময়ে ম্যানসিটিও হেরে বসে। বুধবার রাতে আবারও দাপটের সঙ্গে খেললো আর্সেনাল। বুকায়ো সাকা ৪০ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন । এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেলি ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের ৮০ মিনিটে তিনি আরও একটি গোল করেন।
তার নয় মিনিট আগে জালের দেখা পান মার্টিন অডেগার্ড। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পয়েনট টেবিলের শীর্ষের দলটি। গোলবারে শট ও বল দখলে সব জায়গাতেই এগিয়ে ছিল আর্সেনালই।
আর ঘরের মাঠে লিভারপুলও ভালো ছন্দে খেলেছেন। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৩ মিনিট পর্যন্ত। চার মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় তারা।
প্রথম গোলটি করেন ভার্জিল ভ্যান ও দ্বিতীয় গোলটি আসে আর্সেনালের প্রাণভোমরা মোহাম্মদ সালহা'র পা থেকে। ম্যাচেও তারা দাপট দেখিয়েছে।
স্পোর্টসমেইল২৪/জেএম