দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০১ মার্চ ২০২৩
দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

দলীয় সতীর্থ করিম বেনজেমাকে বাদ দিয়ে লিওনেল মেসিকে বর্ষসেরা হিসেবে ভোট দিয়ে রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়েছেন ডেভিড আলাবা। ফিফার তালিকাভুক্ত ভোটার অস্ট্রিয়ান জাতীয় দলের অধিনায়ক ডেভিড আলাবা আত্মপক্ষ সমর্থন করে এমন তথ্য জানিয়েছেন।

ক্লাব সতীর্থ বেনজেমাকে বাদ দিয়ে আলাবা বর্ষসেরা হিসেবে মেসিকে ভোট দিয়েছিলেন। সোমবার ঘোষিত ফিফা বর্ষসেরার প্রতিদ্বন্দ্বিতায় প্রথমও হয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। আর এতেই আলাবার উপর চড়াও হন রিয়াল সমর্থকরা। পরে নিজের টুইটারে অস্ট্রিয়ান অধিনায়ক আত্মপক্ষ সমর্থন করে স্ট্যাটাস দেন।

তিনি লিখেন, “এটি আমার নিজের কোন সিদ্ধান্ত ছিল না। এটি ছিল অস্ট্রিয়ান জাতীয় দলের ভোট। দলীয় কাউন্সিলে সবার ভোটে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া মেসি সোমবার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া রিয়াল তারকা করিম বেনজেমাকে টপকে ফিফা বর্ষসেরার পুরস্কারটি জয় করেন। ভোটাভুটিতে এমবাপ্পে দ্বিতীয় এবং বেনজেমা তৃতীয় হয়েছেন।

ফিফা প্রতিটি জাতীয় দলের অধিনায়ক ও কোচের সেরা তিন পছন্দের তালিকা প্রকাশ করেছে। যেখানে আলাবার তালিকার দ্বিতীয় অবস্থানে ছিলেন বেনজেমা।

টুইটারে অস্ট্রিয়ান ওই তারকা আরও বলেন, “সবাই জানে আমি করিম বেনজেমার কতটা ভক্ত। আমি সব সময় বলে থাকি আমার কাছে তিনিই বিশ্বের সেরা স্ট্রাইকার। এখনো যে আমি সেই অবস্থানে আছি, সে বিষয়ে কোন সন্দেহ নেই।”

রিয়াল মাদ্রিদের আরেক তারকা ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচ অবশ্য বেনজেমাকেই তার প্রথম পছন্দের তালিকায় রেখেছেন। আর মেসিকে রেখেছেন তালিকার দ্বিতীয় স্থানে।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

মেসির ৭০০ গোলের মাইলফলক

মেসির ৭০০ গোলের মাইলফলক

মেসি এমবাপ্পে নেইমার এক সাথে থাকতে পারছেন না!

মেসি এমবাপ্পে নেইমার এক সাথে থাকতে পারছেন না!