আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। এরপর অপরাজিত থেকেই বিশ্বকাপ জিতে নেয় লিওনেল মেসির দল। মেসি হন বিশ্বকাপে সেরা খেলোয়াড় একই সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজ সেরা গোলকিপার ও লিওনেল স্কালোনি হন সেরা কোচ।

এবার ফিফা বর্ষসেরা তালিকাতেও তাদের দাপট অব্যাহত রইল। ফিফা বর্ষসেরার দৌড়ে এগিয়ে রইলো আর্জেন্টিনাই। একই সঙ্গে ফিফা বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের।

দেশের হয়ে তারা বিশ্বকাপে মোটেই আলো ছড়াতে পারেননি। উল্টো সমালোচনায় বিদ্ধ হয়েছেন। নেইমারর বিশ্বকাপের মধ্যেও ইনজুরিতে পড়েন। রোনালদোকে তো না খেলিয়ে বসিয়েই রেখেছিলেন পর্তুগাল কোচ।

পুরুষদের ক্যাটেগরিতে বর্ষসেরা কোচ, ফুটবলার এবং গোলকিপার, তিনজনই আর্জেন্টিনার। এমনকি সেরা সমর্থকের পুরস্কারও আর্জেন্টিনার দখলে। সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত হল ফিফার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তবে ফিফা বর্ষসেরা একাদশে ঠাই পাওয়া অধিকাংশই ক্লাব ফুটবলে ভালো পারফর্ম করেছেন।

এদিকে ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতলেন স্পেন এবং বার্সেলোনার ফরোয়ার্ড অ্য়ালেক্সিয়া পুতেয়াস। তার হাতেই উঠেছে গৌরবের এই স্বীকৃতি। মহিলাদের ক্যাটেগরিতে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস।

একইভাবে নারীদের বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ সারিনা উইম্যান।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার বর্ষসেরাও মেসি

ফিফার বর্ষসেরাও মেসি

ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ কোচ স্কালোনি

ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ কোচ স্কালোনি

‘সাকিব-তামিম দ্বন্দ্ব মিডিয়া থেকে শোনো'

‘সাকিব-তামিম দ্বন্দ্ব মিডিয়া থেকে শোনো'

মেসি-এমবাপ্পে-বেনজেমা, কে হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার

মেসি-এমবাপ্পে-বেনজেমা, কে হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার