ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ কোচ স্কালোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ কোচ স্কালোনি

আর্জেন্টিনাকে দীর্ঘদিন পর বিশ্বকাপ উপহার দেওয়ার পেছনে লিওনেল মেসির সঙ্গে অবদান ছিল দলের প্রতিটি সদস্যের। সেই ভূমিকায় এগিয়ে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

কাতার বিশ্বকাপে গোলপোস্টে দাঁড়িয়ে আলো ছড়ানো গোলরক্ষক মার্টিনেজই হয়েছেন ফিফার বর্ষসেরা। আর দারুন সব চমক দেখানো স্কালোনি হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ।

শেষ মঞ্চে থিবো কোর্তোয়া ও ইয়াসিন বোনোকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন মার্তিনেজ। সোমবার প্যারিসে দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।

এদিকে স্কালোনি সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন আনচেলত্তি ও গুয়ারদিওয়লাকে।

২০২১ সালে ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর-এই সময়ে পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা গোলরক্ষক নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। এ মাসের শুরুতে সেখা থেকে বাদ যান দুজন। মার্টিনেজের সঙ্গে ছিলেন কোর্তোয়া ও বোনো।

তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়ানোর সুবাদে মার্টিনেজই এগিয়ে গেলেন। এই ভোট হয় বিশ্বের ফিফা অন্তর্ভুক্ত দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক এবং গণমাধ্যমকর্মী ও ফুটবলপ্রেমীদের নিয়ে। এরপর তৈরি করা হয় তালিকা।

কাতারে ফাইনালে ফ্রান্সকে হারানোর পর উদযাপনের ভঙ্গি নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল। কিন্তু মার্টিনেজেরে পারফরম্যান্সের বিচারে তার ছাঁয়া পড়েনি। এবার পুরস্কার নিতে গিয়ে অবশ্য অনেকটাই ঠান্ডা মাথায় দেখা যায় আর্জেন্টাইন গোলকিপারকে।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার বর্ষসেরাও মেসি

ফিফার বর্ষসেরাও মেসি

মেসি-এমবাপ্পে-বেনজেমা, কে হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার

মেসি-এমবাপ্পে-বেনজেমা, কে হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার

বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

ক্রিকেটে এসব লজ্জার বিষয়, বিরক্ত মঈন আলী

ক্রিকেটে এসব লজ্জার বিষয়, বিরক্ত মঈন আলী